ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কার্যক্রমের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, ‘অবৈধ ভিওআইপি কার্যক্রম কোনোভাবেই চলতে দেওয়া হবে না। বিটিআরসির উদ্যোগে এনটিএমসি ও র্যাবের সহযোগিতায় অভিযান চলছে ও চলবে। কোনো মোবাইল অপারেটর কিংবা তাদের পরিবেশকরাও যদি এ অপরাধের সঙ্গে যোগসাজস করে থাকে তাদেরও ছাড় দেওয়া হবে না।’
রবিবার গাজীপুরের টঙ্গিতে জব্দ করা ভিওআইপি কাজে ব্যবহৃত সাড়ে ১১ হাজার অবৈধ সিমসহ বিপুল যন্ত্রপাতি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
৬২০ দিন আগে