হাত-পা
ভোলায় যুবকের হাত-পা ভেঙে চোখ তুলে ফেলল গ্রামবাসী
ভোলায় সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বিক্রির অভিযোগে মো. হাসান নামের এক যুবককে পিটুনি দিয়ে, হাত-পা ভেঙে, দুই চোখ খুঁচিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে।
শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলায় দেউলা ইউনিয়নের ঝিটকা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। হাসান একই গ্রামের হাওলাদার বাড়ির মো. রতন মাঝির ছেলে।
রতন মাঝি বলেন, ‘দুদিন আগে হাসানের সঙ্গে এলাকার রুবেলের মারামারি হয়। এর জেরে শুক্রবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে হাসানকে ঝিটকা বাজারের কাছে ডেকে নিয়ে যায়। সেখানে ২০-২৫ জন তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে, ছুরি দিয়ে চোখ খুঁচে দেয়।’
আরও পড়ুন: আসনবিহিন টিকিট কেটে ‘বসে যাওয়ার অপরাধে’ বৃদ্ধকে মারধর: ট্রেনের কর্মকর্তা বরখাস্ত
হাসানের বাবা আরও বলেন, ‘পরে গ্রাম-পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।’
হাসানের দাবি— ‘তিনি নির্দোষ। পূর্ব শত্রুতার জেরে ছিনতাইকারী, চাঁদাবাজ-সন্ত্রাসী, মাদক সেবন ও বিক্রির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়।’
ভোলার বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম-পুলিশ আব্দুল মান্নান চৌকিদার বলেন, ‘হাসান দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্রসহ চলাফেরার জন্য পরিচিত।’
তিনি অভিযোগ করেন, ‘৫ আগস্টের পর থেকে হাসান এলাকায় ব্যাপকভাবে চাঁদাবাজি শুরু করেন। পথচারী এবং অটোরিকশা থামিয়ে টাকা আদায় করতেন। সম্প্রতি এক অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাতেও তার সম্পৃক্ততা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘হাসানের এ ধরনের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা শুক্রবার রাতে হাসানকে ধরে গণধোলাই দেয়। তার হা-তপা ভেঙে, চোখ খুঁচে দেয়, যাতে আর এ ধরনের কাজ করতে না পারেন। তাকে মারধরের এক পর্যায়ে মারা গেছেন ভেবে রাস্তার পাশে রেখে যাওয়া হয় তাকে। পরে পুলিশ খবর পেয়ে গ্রাম-পুলিশকে নিয়ে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।’
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা নিরুপম সরকার বলেন, ‘ছুরি দিয়ে হাসানের চোখ খুঁচে দেওয়া হয়েছে। তার হাত ও পায়ের অবস্থাও ছিল গুরুতর।’
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে ভারতীয়দের মারধরের শিকার বাংলাদেশি, হাসপাতালে ভর্তি
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘এ ব্যাপারে এখনও কেউ থানায় মামলা করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
‘তবে হাসান চাঁদাবাজ, সন্ত্রাসী হিসাবে অভিযুক্ত। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় দুটি মামলা রয়েছে,’ বলেন ওসি।
২৪৪ দিন আগে
কুষ্টিয়ায় পাহারাদারের হাত-পা পোড়া লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রাম থেকে মনির হোসেন মনি (৮০) নামে এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হাত-পা পোড়া ও মাথায় আঘাতের চিহ্নসহ লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মনির হোসেন মনি ওই এলাকার মৃত আকুব্বরের ছেলে ও স্থানীয় আব্দুর রাজ্জাক মিঠুর বাড়ির পাহারাদার।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থান থেকে শিশুসহ ২ জনের লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনির হোসেন মনি পাঁচ বছরের বেশি সময় ধরে ওই এলাকায় পাহারাদারের কাজ করেন। একাই থাকতেন ওই ঘরে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের আব্দুর রাজ্জাক পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তার বাড়িতে দীর্ঘদিন ধরে পাহারাদার হিসেবে কাজ করতেন মনি। ওই বাড়ির বাইরের একটি ঘরে তিনি থাকতেন।
তিনি বলেন, স্থানীয়রা শনিবার সকালে মনিকে দেখতে না পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি দেয়। তখন দেখতে পায় বিছানায় মনিরের রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের হাত ও পা পোড়া ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কারা ও কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেসব বিষয় জানার জন্য কাজ করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাতারগুলে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
৫২৪ দিন আগে
সিরাজগঞ্জে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাত-পা বাঁধা অরুনা খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ মে) রাতে উপজেলার দক্ষিণপাড়া ভরমোহনী গ্রামের ধানখেত থেকে লাশটি উদ্ধার কর হয়।
আরও পড়ুন: সাদুল্যাপুরে যাত্রীবাহী বাসচাপায় নারী নিহত
অরুনা খাতুন ওই গ্রামের গোলবার হোসেনের মেয়ে।
সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সোমবার সন্ধ্যায় ওই গ্রামের একটি ধানখেত থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সে ধর্ষিত হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
ওসি বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ভালুকায় গৃহবধূর লাশ উদ্ধার
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার ভারতীয় নাগরিক আটক
৫৭৭ দিন আগে