প্রবাসী যুবকের মৃত্যু
গোয়াইনঘাটে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে জীবন মিয়া নামে দুবাই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ পান্তুমাই (ডালারপার) গ্রামে এই ঘটনা ঘটে।
জীবন মিয়া (৪০) উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ পান্তুমাই (ডালারপার) গ্রামের শাহজান মিয়ার ছেলে।
আরও পড়ুন: বজ্রপাত নিয়ে সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বাদ আসর জীবন মিয়া মাঠে গরু নিয়ে আসতে যায়। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়। গত রবিবার তিনি তার এক মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছুটি শেষে আবারো প্রবাসে যাওয়ার কথা ছিল।
গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক উৎসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২২৩ দিন আগে
চাঁদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ প্রবাসী যুবকের মৃত্যু
চাঁদপুর শহরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ইতালি প্রবাসী যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ইতালি প্রবাসী মো. অভি দেওয়ান (১৮) পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালাম দেওয়ানের ছেলে এবং মো. নিলয় মিয়া (২০) একই এলাকার মো. সেলিম হোসেনের ছেলে। তারা অভিভাবকদের সঙ্গে ইটালি বাস করতেন বলে স্বজনরা জানান। নিলয় সম্পর্কে অভির খালাতো ভাই।
স্থানীয়রা জানান, চাঁদপুর শহরের পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে মোটরসাইকেলে করে দুই ভাই নিলয় ও অভি জামা কেনার জন্য যাচ্ছিলেন। পুরান বাজার পার না হতেই প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুজনেই গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
আরও পড়ুন: সড়ক থেকে মোটরসাইকেল সরাতে বলায় পুলিশের নাকে ঘুষি, ছাত্রদল নেতা গ্রেপ্তার
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. বিল্লাল হোসেন বলেন, হাসপাতালের আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করলে শহরের ওয়ারলেছ বাজার এলাকায় এ্যাম্বুলেন্সে নিলয়ও মারা যায়।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, দুটি লাশের সুরতাহল করেছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল কাভার্ডভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যানের চালক পালিয়েছে। ভ্যানটি জব্দ করা হয়েছে এবং হেলপারকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২৭৬ দিন আগে
শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী যুবকের মৃত্যু
যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব নামে প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৭টায় উপজেলার শার্শা ইউনিয়নের চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর (৩০) একই ইউনিয়নের চটকাপোতা গ্রামের জিহাদ আলীর ছোট ছেলে। গত ৪ মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন তিনি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকার মাঝি নিহত
স্থানীয়রা জানান, হাবিবুর সকালে মাঠে মাছের ঘেরের সেচ দিতে গিয়ে সেচ পাম্পের পাইপের মুখে তার বাঁধার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০
৫১৪ দিন আগে