নিখোঁজ ২
মেঘনায় ট্রলার ডুবি: সাব-পোস্টমাস্টারসহ ২ জনের মৃত্যু, নিখোঁজ ২
নোয়াখালীর উপকূলীয় হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে সাব-পোস্টমাস্টারসহ দুই জনের মৃত্যু হয়েছে।
নিহত হলেন, ভাসানচর থানার সাব-পোস্টমাস্টার ও ফেনী পৌরসভা দৌলতপুর গ্রামের মো. গিয়াস উদ্দিন (৫৩), এবং ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের বসবাসরত স্ত্রী, হাসিনা খাতুন (২৫)।
নিখোঁজ রয়েছেন, সুধারাম থানার পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম (২৮), এবং ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের মো. তারেকের ছেলে মো. তামিম (৩)।
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, ‘৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনকে উদ্ধার করার পর মারা যায়।’
তিনি আরও জানান, ‘রবিবার সকালে লক্ষীপুরের রামগতি থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। একজন পুলিশ সদস্যসহ এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
১৮৭ দিন আগে
ধলেশ্বরী নদীতে পিকনিকের নৌকা ডুবে কিশোরের মৃত্যু, নিখোঁজ ২
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীতে পিকনিকের নৌকা ডুবে লিমন হোসেন (১৪) নামে কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুইজন ও আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কুসুন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। আহতরা মুন্নু মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: বিলের পানিতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে শিক্ষার্থীসহ নিহত ২
নিহত লিমন হোসেন মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার ধানকুরা ইউনিয়নের সাহেব আলির ছেলে। নিখোঁজ দুইজন হলেন, একই এলাকার দানেজ আলির ছেলে রফিকুল ইসলাম (৩৫) এবং উত্তর কাউনার গ্রামের মৃত সেলিমের ছেলে রাসেল (১৪)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার যমুনা সেতু দেখতে ৬০ জন ট্রলার করে নৌভ্রমণে যান। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দিবাগত রাত ১২টার দিকে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়।
এ সময় ট্রলার চালকসহ ভ্রমণকারী ৫৮ জন নদীর পারে উঠতে পারলেও দুইজন নিখোঁজ হন এবং পাঁচজন আহত হন। পরে আহতদের হাসপাতালে নিলে ডাক্তার লিমনকে মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল।’
আরও পড়ুন: সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ৩
কর্ণফুলীতে নৌকায় ফেরির ধাক্কা, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতিসহ ২ যাত্রী নিখোঁজ
৪৯৮ দিন আগে