ফিরছে
কিশোরগঞ্জে ৪ দিন পর কর্মস্থলে ফিরছে পুলিশ
কিশোরগঞ্জে টানা চার দিন পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা।
শুক্রবার (৯ আগস্ট) থেকে খোলা হয় কিশোরগঞ্জ সদর মডেল থানাসহ জেলার বিভিন্ন থানার প্রধান ফটক ও কার্যালয়।
এদিন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা দায়িত্ব পালন শুরু করেছেন। তবে ওসি ছাড়া আর কোনো পুলিশ সদস্যকে থানায় দেখা যায়নি।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় খুলনায় ২২০০ আনসার-ভিডিপি মোতায়েন
এ বিষয়ে ওসি গোলাম মোস্তফা বলেন, ‘থানায় কার্যক্রম শুরু হয়েছে। কিছু পুলিশ সদস্য কর্মস্থলে ফিরেছেন, বাকিরাও ফিরে আসার প্রক্রিয়ায় আছেন। অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’
এদিকে ট্রাফিক পুলিশ না ফেরায় শুক্রবারও সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির মো. রমজান আলীসহ অন্যান্য নেতারা ওসির সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন: দিনাজপুরে সেনাবাহিনী-বিজিবির সহযোগিতায় কাজে ফিরছে পুলিশ
পুলিশি নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিলেন জবি সমন্বয়ক
৪৮২ দিন আগে