ওরশ
আখাউড়ায় কল্লা শহীদ (র.) মাজারের ওরশ স্থগিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (র.) মাজার শরিফের সাত দিনব্যাপী বার্ষিক ওরশ স্থগিত করেছে মাজার পরিচালনা কমিটি। শনিবার (১০ আগস্ট) থেকে ওরশ শুরু হওয়ার কথা ছিল।
শুক্রবার (৯ আগস্ট) সকালে মাজার শরিফ হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওরশ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু।
আরও পড়ুন: ২০ ডিসেম্বর সিলেটে শাহজালাল-শাহপরান মাজার জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা
তিনি বলেন, ‘১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত কল্লা শহীদ (র.) মাজার শরিফের বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মাজার কমিটির এক সভায় এ বছর ওরশ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।’
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও মাজার কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান। যেহেতু এ বছর ওরশ অনুষ্ঠিত হবে না, তাই এ সময়ে ভক্ত-আশেকানকে মাজার শরিফে না আসার অনুরোধ করেন তিনি।
এদিকে, মাজার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহী ওরশ স্থগিতের বিষয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
বিজ্ঞপ্তিতে ওরশ স্থগিত করায় ১০ থেকে ১৬ আগষ্ট পর্যন্ত খড়মপুর মাজারে না আসার জন্য অনুসারীদের অনুরোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদ খাদেম, এম এন এইচ দুলাল খাদেম, রুস্তম কামরান খাদেম, মোজাম্মেল হক খাদেম, মো. সাইফুল ইসলাম খাদেম রোজভেল্ট, মো. সুহেল খান খাদেম, মো. সোহাগ খান খাদেম, মো. শাকির উদ্দিন খাদেম প্রমুখ।
উল্লেখ্য, আখাউড়া পৌর শহরের খড়মপুরস্থ হযরত শাহ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্য শাহ পীর কল্লা শহীদ (র.) মাজার শরিফের দেশেজুড়ে ব্যাপক পরিচিত রয়েছে। প্রতি বছর ওরশ উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখ লাখ ভক্ত-আশেকান সমাগত হয় এই মাজারে। ওরশ উপলক্ষে জিকির আজকার, ওয়াজ মাহফিল ও ওরশের পঞ্চম দিনে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়ে থাকে।
এছাড়া ওরশকে কেন্দ্র করে মাজার সংলগ্ন মাঠে মেলাও বসে।
আরও পড়ুন: কুষ্টিয়ার লালন শাহের মাজার ভ্রমণ: যাওয়ার উপায় ও আনুষঙ্গিক খরচ
নির্বাচনী প্রচারণার শুরুতে সিলেটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
৪৮২ দিন আগে