পরিত্যাক্ত
নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ‘লুট হওয়া’ অস্ত্র উদ্ধার
নারায়ণগঞ্জের নবীগঞ্জ ঘাটের পাবলিক টয়লেটের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে স্থানীয়রা। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের দাবি, অস্ত্রগুলো তাদের ক্লাব থেকে লুট করা হয়েছিল।
পরবর্তীতে খবর পেয়ে সোমবার (১২ আগস্ট) রাতে অস্ত্রগুলো জমা নেয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
প্রত্যাক্ষদর্শীরা জানায়, পাবলিক টয়লেটের পাশে ময়লা ফেলার জায়গায় কে বা কারা কিছু ব্যাগ রেখে গিয়েছিল। সন্দেহ হলে ব্যাগগুলো খুলে আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে র্যাবকে খবর দেওয়া হয়। পরে র্যাব এসে সেগুলো নিয়ে যায়।
ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত অস্ত্রগুলো নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের বলে শনাক্ত করেন ক্লাবটির কর্মকর্তা ইমরুল কায়েস।
এসময় তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন চলাকালে রাইফেল ক্লাব থেকে অস্ত্রগুলো লুট করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো এই ক্লাবেরই।’
এদিকে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) এর এএসপি শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘লুট হওয়া আগ্নেয়াস্ত্র এখনও যাদের কাছে আছে তারা দ্রুত প্রশাসনের কাছে জমা দিন। তাদের নাম ঠিকানা গোপন রাখা হবে। এই ধরনের আগ্নেয়াস্ত্র কোনো অপরাধীর কাছে যেন না যায়।’
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জ থানার লুট হওয়া মালামাল-অস্ত্র উদ্ধার করেছে শিক্ষার্থীরা
৪৭৮ দিন আগে