জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার
আশা করি সাকিবকে গ্রেপ্তার করা হবে না: আসিফ নজরুল
জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হবে না বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, ‘আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবে না। আমি যতদূর জানি আমাদের পুলিশ বাহিনীকে একটা নির্দেশনা দেওয়া আছে।’
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সরাসরি সহায়তা দেওয়ার সুযোগ
বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমরা যতটুকু বলার, সেটা চেষ্টা করেছি। মামলা হওয়া মানে গ্রেপ্তার নয়। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে, কেউ যেন অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার করতে না যায়।’
সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল। সাকিব তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি, সে নিজে অনেক কিছু অর্জন করেছে। এছাড়া ফুটবলার আমিনুল দেশের জন্য পুরস্কার এনেছিল, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, আপনারা কি সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন? তাকে জেলে ভরা হয়েছিল। সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে।
আরও পড়ুন: জামায়াতকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল: আইন উপদেষ্টা
স্বর্ণযুগ ফিরিয়ে আনতে পাটের তৈরি সোনালি ব্যাগ অবদান রাখবে: বস্ত্র ও পাট উপদেষ্টা
৪৬৪ দিন আগে