সাবেক জনপ্রশাসনমন্ত্রী
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসাকে কারগারে পাঠানোর নির্দেশ
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর আমলি আদালতের বিচারক শারমিন নাহারের আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোনালিসাকে তিন দিনের রিমান্ড শেষে বেলা ১২টার দিকে আদালতে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন ১৭ ফেব্রুয়ারি মেহেরপুর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
আরও পড়ুন: সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা তিন দিনের রিমান্ডে
সেসময় বিচারক শারমিন নাহার মোনালিসা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলাটিতে মোনালিসার সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। অপরদিকে পলি খাতুন নামের আরেক নারীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ সময় মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক, কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস এবং আসামি পক্ষে ইব্রাহিম শাহীন আইনজীবীর দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রদের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি তিনি। এ ছাড়াও পলি খাতুনের গত ৫ আগস্ট দায়ের করা একটি জিআর মামলার প্রধান আসামি মোনালিসা।
২৮৮ দিন আগে
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা তিন দিনের রিমান্ডে
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর আমলী আদালতের বিচারক বেগম শারমিন নাহার তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১২টার দিকে তাকে আদালতে তোলা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল হক তাকে মামলায় আরও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে শাকিল আহমেদ ও ফারজানা রুপা
পরে বিচারক তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা একটি মামলায় রবিবার রাতে ঢাকার ইস্কাটন থেকে মোনালিসাকে আটক করে মেহেরপুর নেওয়া হয়।
বর্তমানে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, তার দুলাভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারফরাজ হোসেন মৃদুল কারাগারে রয়েছেন।
২৯১ দিন আগে
সাবেক জনপ্রশাসনমন্ত্রীর ছোট ভাই মৃদুল গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক সহিদ সরফরাজ হোসেন মৃদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর আদালত চত্ত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মৃদুলের এক সময়কার ঠিকাদারি ব্যবসায়ী অংশীদার দেবাশীষ বাগচীর করা একটি চেক ডিজঅনার মামলায় তিনি আদালতে হাজিরা দিতে গেলে আটক করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই কর্মীর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান ওসি মেজবাহ উদ্দিন।
আরও পড়ুন: গুমের মামলায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
তিনি জানান, এরপর মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক জুয়েল রানার আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না দিয়ে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
৩৩২ দিন আগে
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট আদাবর থানাধীন এলাকায় রুবেল নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার আসামি ছিলেন সাবেক এই মন্ত্রী।
এছাড়াও তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় আরও দুটি মামলা রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
তিনি আরও জানান, পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ফরহাদ হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ফজলে করিমসহ ৩ জন গ্রেপ্তার
৪৪৬ দিন আগে