হিযবুত তাহরীর
হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি
হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ কিংবা যেকোনো উপায়ে প্রচারণা চালালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
আরও পড়ুন: মাহফুজ আলম হিযবুত তাহরীরের সদস্য নন: প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ২২ অক্টোবর জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার।
সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
হিযবুত তাহরীরসহ নিষিদ্ধঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ডিএমপি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
২৭৪ দিন আগে
ঢাকার তুরাগ থেকে হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর তুরাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত অক্টোবরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনটির মিডিয়া কো-অর্ডিনেটর ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করে সিটিটিসি।
হিযবুত তাহরীরের মিডিয়া কো-অর্ডিনেটর গ্রেপ্তার
৪০৬ দিন আগে
হিযবুত তাহরীরের মিডিয়া কো-অর্ডিনেটর গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া কো-অর্ডিনেটর ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইমতিয়াজকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
তাকে ঢাকার আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলেও জানান উপকমিশনার।
ইমতিয়াজ (৪২) শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি। তার বিরুদ্ধে পল্লবী ও খিলগাঁও থানায় যথাক্রমে দুটি মামলা রয়েছে।
আরও তিনটি মামলায় তার বিচার চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
৪২৭ দিন আগে