কুড়ালের আঘাত
ঘুমের মধ্যেই কুড়ালের আঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর
লালমনিরহাট আদিতমারীতে হাফিজুল ইসলাম নামের মানসিক প্রতিবন্ধী এক যুবকের কুড়ালের আঘাতে কামাল হোসেন (৪৪) নামের স্থানীয় এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জুন) বিকালে উপজেলার তালুক দুলালী এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই নিহত
স্থানীয়রা জানান, গরমের কারণে বুধবার দুপুরে কামাল হোসেন বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে বাঁশের তৈরি চাংড়ায় শুয়ে ছিলেন। এসময় প্রতিবেশী হাফিজুল ইসলাম হঠাৎ কুড়াল দিয়ে তার মাথার বিভিন্ন জায়গায় আঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামাল হোসেনকে গরমের কারণে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর হাফিজুল ইসলাম পালিয়ে গেলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা কুদ্দুস আলীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী।
১৭৬ দিন আগে
সিলেটে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
সিলেটের বিয়ানীবাজারে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত বড় ভাই কাদির ও ছোট ভাই আদিল আহমদ (২৫) ওই উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের বাসিন্দা।
স্থানীয় তরুণ আনান আহমেদ জানান, পরিবারিক কলহের জেরে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায় মাথায় কুড়াল দিয়ে আঘাত করলে আদিলের মৃত্যু হয়।
আরও পড়ুন: বগুড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইকচালকের মৃত্যুর অভিযোগ
নিহত আদিল আহমদ এলাকায় ফুটবল খেলোয়াড় হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন বলেও জানান তিনি।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিরিন বেগম বলেন, ‘বিকালের দিকে আদিল নামে এক রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ধারালো অস্ত্রের আঘাতে মাথায় আঘাত পেয়েছে তিনি। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ায় সিলেট নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্ত বড় ভাইকে ধরতে চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: গোলাপগঞ্জে ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ
৪২১ দিন আগে