সাবেক পর্যটনমন্ত্রী
সাবেক পর্যটনমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৪ অক্টোবর) দিবাগত ভোর রাতে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্যকে ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন: সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জয়েন্ট কমিশনার (ডিবি) রবিউল হোসেন ভূঁইয়া বলেন, মঙ্গলবার ভোরে র্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করে পরে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি ফারুক খান।
তাকে পল্টন থানা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জড়িতদের বিরুদ্ধে মামলা-গ্রেপ্তার নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪১৬ দিন আগে