মাটিকাটা
ফসলি জমির মাটিকাটায় ২ স্কেভেটর অকেজো ও ৪ ট্রাক জব্দ
ফেনীতে অবৈধভাবে ফসলি জমির মাটিকাটায় দুটি স্কেভেটর অকেজো ও চারটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১০টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এ সময় এই অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত দুইটি স্কেভেটর ও অপরিকল্পিতভাবে মাটি পরিবহন করে চলাচলের রাস্তা, জমি ও অন্যের ক্ষেতের ফসল নষ্ট করে গণউপদ্রব সৃষ্টিকারী চারটি ট্রাক জব্দ করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে ১২ কেজি রূপার গয়না জব্দ
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন, ‘অভিযুক্তদের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।’
২২৪ দিন আগে
লাকসামে মাটিকাটা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত
কুমিল্লার লাকসামে রাস্তার মাটি কাটার সময় প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে মো. শহিদুল্লাহ সরু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহিদ উল্লাহ ও তার ছেলে তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে এই ঘটনা ঘটে। শহিদুল্লাহ আমুদা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপের সংর্ঘষে পিকআপ চালক নিহত
জানা গেছে, শহিদুল্লাহ রাস্তার পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা মেরামত করছিলেন। মাটি কাটা অবস্থায় প্রতিবেশী শহিদ উল্লাহ এসে তার জমি থেকে মাটি কাটতে বাধা দিলে একপর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়।
সংঘর্ষের একপর্যায়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথিতে মাটিতে লুটিয়ে পড়ে শহিদুল্লাহ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, শহিদুল্লাহর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। জড়িতদের দুজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
৪০৩ দিন আগে