ত্রিশাল মৎস্য আড়ত
ময়মনসিংহে ১০ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ
ময়মনসিংহের ত্রিশাল মৎস্য আড়তে অভিযান চালিয়ে নিষিদ্ধ ১০ মণ পিরানহা মাছ জব্দ করেছে প্রশাসন।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে ত্রিশাল মৎস্য কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
এসময় সঙ্গে ছিলেন অফিস সহকারী মামুনুর রশিদ ও জহিরুল ইসলাম।
আরও পড়ুন: চাঁদপুরের বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ
পুলিশ ও স্থানীয় মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ত্রিশাল মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বাজারের রাখাল বাবুর আড়ত থেকে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে ভালুকার ভিরুনিয়া এলাকার মাছের মালিক আব্দুল মালেক পালিয়ে যান।
৩৯২ দিন আগে