সৃষ্ট ঘূর্ণিঝড়
বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর-পশ্চিমে এগোচ্ছে ‘ফিনজাল’
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, শনিবার সকাল ৬টায় ফিনজাল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে ঘণ্টায় ৬২ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
শনিবার দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূলে এটি আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে থাকতে বলা হয়েছে।
ঘূর্ণিঝডড়ের কারণে বাংলাদেশের উপকূলে তাৎক্ষণিক কোনো হুমকির বার্তা না থাকলেও, এটির অগ্রগতির সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।
৩৭০ দিন আগে