মুন্নি সাহা
মুন্নি সাহাসহ তার পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাংবাদিক মুন্নি সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন, দুই ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ইয়াছির আরাফাত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাংবাদিক মুন্নি সাহা, তার পরিবারের সদস্যরা এবং তার স্বামী এস এম প্রমোশনসের স্বত্বাধিকারী কবির হোসেন অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।আরও পড়ুন: সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সপরিবারে দেশত্যাগে নিষেধাজ্ঞা
এ বিষয়ে অনুসন্ধান চলছে। অভিযোগ-সংশ্লিষ্টরা বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।
১৮৫ দিন আগে
মুন্নি সাহা আটকের পর 'শর্তসাপেক্ষে' মুক্তি
শানিবার রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে আটক করে গোয়েন্দা পুলিশ। তবে তার কয়েক ঘণ্টা পর আবার ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার দিনগত মধ্যরাতের পরে মুচলেকা দিয়ে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
অর্থাৎ তাকে জামিন চাইতে হবে এবং ভবিষ্যতে পুলিশের সমন পেলেই আদালতে হাজির হতে হবে।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজার এলাকা থেকে মুন্নি সাহাকে তুলে নিয়ে যায় ডিবির একটি দল।
তিনি বলেন, মুন্নি সাহার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
৩৬৯ দিন আগে