অবৈধ বিদেশি
বিদেশি নাগরিকদের অনুপ্রবেশের হাব ফেনী সীমান্ত
সীমান্ত দিয়ে দেশে অবৈধ বিদেশিদের অনুপ্রবেশ বন্ধ হয়নি। অবৈধ বিদেশিদের অবস্থান নিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ। আর এসব অনুপ্রবেশের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ফেনীর পরশুরাম-বিলোনিয়া সীমান্ত।
গত ৫ মাসে এই সীমান্তে আটক হয়েছেন ৬ জন বিদেশি নাগরিক। যাদের সকলেই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। তারা বাংলাদেশ ও ভারতের মানব পাচারচক্রের যোগসাজশে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেছেন। কি কারণে, কেন-ই-বা তারা অবৈধভাবে প্রবেশ করছেন—তার সঠিক তথ্য জানে না পুলিশ প্রশাসন।
জানা যায়, এখন পর্যন্ত বিজিবির হাতে আটককৃত কারো কাছে বৈধ কোনো কাগজপত্র পায়নি প্রশাসন। আটক বিদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ করেছেন এমন একজন পুলিশ কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, তাদের যখন আটক করা হয়, তখন পাসপোর্ট ও কাগজপত্র হারিয়ে যায়, মোবাইলফোন নষ্ট থাকে। জিজ্ঞাসাবাদে তারা এমন সব কথা বলে থাকেন। আদালতে মানবপাচারকারী ও আইনজীবীদের শিখিয়ে দেওয়া এসব কথাই তারা বলেন। মূলত এমন সব তথ্য আদালতে উপস্থাপন করা হলে তারা সহজে মুক্তি পেয়ে যান। যোগাযোগের জন্য তারা বিভিন্ন দেশের নম্বরের হোয়াটসআপ ব্যবহার করে থাকেন।
আরও পড়ুন: দেশে ৩৩ হাজারের বেশি অবৈধ বিদেশি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সূত্রে জানা যায়, ফেনীর পরশুরাম সীমান্তে গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৭ এপ্রিল পর্যন্ত ৬ জন বিদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তানজানিয়ার নাগরিক আমিনা শাহবানী (৩৩) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পাসপোর্ট ও ভিসা ব্যতীত অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। তিনি তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা। নিজকালিকাপুর গ্রামের আবদুল মোতালেব ও সুমন ভারতে পাচারের উদ্দেশে ফেনীর মহিপাল থেকে সিএনজিতে করে নিজকালিকাপুর নিয়ে যান। এ ঘটনায় ৭ জনকে আসামি করে পরশুরাম মডেল থানায় মামলা করা হয়েছে ।
গত বছরের ৭ নভেম্বর পরশুরাম সীমান্তের নিজকালিকাপুর বিওপি এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ইথিওপিয়ান নাগরিক ইসরাত উমর হাজিকে (৬৭) আটক করা হয়। গত ২৯ ডিসেম্বর অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে নাইজেরীয় নাগরিক এমিকা গিলবার্ট আপিহকে (৪৫) আটক করে নিজকালিকাপুর বিওপি।
এছাড়া চলতি বছরের ২০ জানুয়ারি সুদানি নাগরিক ইসলামকে (২৬) অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে আটক করা হয়। নাইজেরীয় নাগরিক- নওসু ইজুচুকউ ক্যালিস্টাসকে (২৭) গত ১৯ মার্চ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে আটক করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশ অবস্থানরত অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গত ২২ মার্চ আবদিওয়ালি মোহাম্মদ আলী (২৪) নামে এক সোমালীয় নাগরিককে মির্জানগর ইউনিয়নের সীমান্ত পিলারের কাছ থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় আটক করা হয়। আটক ব্যক্তিদের পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।
অনুসন্ধানে জানা গেছে, পরশুরামের মির্জানগর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম নিজকালিকাপুর ও পৌর এলাকার বাউরপাথর গ্রামের মীরপাড়া ও বিলোনিয়া সীমান্ত মানবপাচার ও চোরাচালানির নিরাপদ রুট মনে করে মানবপাচারকারীরা।
অভিযোগ রয়েছে, এই চক্রে স্থানীয় লোকজন জড়িত রয়েছেন। মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ২৫ নভেম্বর মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলির রাজু (৩৫) ও নিজ কালিকাপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিম (৫০) নামে দুই ব্যক্তিকে আটক করে ভারতের বিলোনিয়া পুলিশ।
এ বছর ২১ জানুয়ারি সুদানের একজন নাগরিককে পাচারের সঙ্গে জড়িতের অভিযোগে নিজ কালিকাপুর গ্রামের মো. এমরান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পরশুরাম মডেল থানা পুলিশ। অবৈধভাবে বাংলাদেশ ও ভারতের একটি চক্রের যোগসাজশের মাধ্যমে দেশের একই সীমান্ত দিয়ে মানবপাচার হচ্ছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, সিন্ডিকেটের মাধ্যমে একটি চক্র বিদেশিদের পারাপার করে থাকে। মানবপাচারের সাথে কারা জড়িত পুলিশ তদন্ত করছে।
আরও পড়ুন: বিজয়নগর সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
পুলিশ ও স্থানীয়দের ধারণা, এসব বিদেশি নাগরিক ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় পেতে চেষ্টা করে। অনেকে দালালের মাধ্যমে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কার্ড তৈরি করে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সোমালিয়ান নাগরিক আবদেয়ালি মোহাম্মদ আলীর কাছে জাতিসংঘের একটি রিফিউজি কার্ড পাওয়া যায়। যেটি তিনি ভারতে জাতিসংঘের (ইউএনএইচসিআর) রিফিউজি এজেন্সি থেকে সংগ্রহ করেছেন।
এ প্রসঙ্গে বিজিবি ফেনী ব্যাটালিন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, অবৈধ অনুপ্রেবেশকারীরা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। গত ৫ মাসে অবৈধ অনুপ্রবেশ করায় চলতি বছর ৬ আফ্রিকান নাগরিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অনুপ্রবেশের জন্য কেন ফেনী সীমান্তকে বেছে নিয়েছেন তারা—তা অজানা। যদিও তাদের আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বিদেশি নাগরিকদের দেশে অবৈধ অনুপ্রবেশের সুষ্পষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। জিজ্ঞাসাবাদে তারা পরশুরাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের কারণ সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকেন। অবৈধভাবে বিদেশিদের প্রবেশের সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে। এ চক্রের দুই সদস্যের নাম পেয়েছি। তাদের আটকের মাধ্যমে জ্ঞিাসাবাদে বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, অনুপ্রবেশকারীদের রিমান্ডে নিলেও তারা এ ব্যাপারে কোনো তথ্য দেয় না। পরে আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয়ে তারা বাংলাদেশের ভিসা পায় বলে জানান পুলিশ সুপার।
২৩৯ দিন আগে
দেশে ৩৩ হাজারের বেশি অবৈধ বিদেশি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশে এখনো ৩৩ হাজারের বেশি বিদেশি অবৈধভাবে অবস্থান করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার(২০ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে ব্রিয়িংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা তাদের বৈধ করার জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। এই সময়সীমা শেষ হওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘যারা অবৈধ বিদেশিদের নিয়োগ দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, গত বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ৪৯ হাজার ২৬৬ জন অবৈধ বিদেশি থাকলেও চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬৪৮ জনে।
জরিমানা হিসেবে অবৈধ বিদেশিদের কাছ থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা রাজস্ব আয় করা হয়েছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন: বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনা হচ্ছে: উপদেষ্টা
৩১৯ দিন আগে
অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সরকারের
অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভার শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।
উপদেষ্টা বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে।
আরেক প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ কতজন অবৈধ বিদেশি রয়েছেন সে বিষয়ে এই মুহূর্তে কোনো তথ্য নেই।
আরও পড়ুন: বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাশত করা হবে না।
সীমান্তে এক ধরনের উত্তেজনা বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সীমান্তে আমরা সতর্ক আছি। শুধু সিলেট নয়, বেনাপোল ও অন্যান্য স্থানেও তারা (বিজিবি) সতর্ক রয়েছে। আপনারা সত্যি খবরটা প্রকাশ করেন, যারা মিথ্যা খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে।’
সীমান্তে উত্তেজনা দু'দেশের রাজনীতিতে আবার নেতিবাচক প্রভাব ফেলবে কি না- এ বিষয়ে তিনি বলেন, 'এখানে কোনো নেতিবাচক মোড় নেবে না। এছাড়া বর্ডারে ওই রকম বড় ধরনের কিছু ঘটেনি। পরশুদিন আপনারাই পত্রিকায় লিখেছেন, আমাদের একজন গরু আনতে গিয়ে বিজিবির গুলিতে নিহত। ওদিকে যার যার দেশের মধ্যে মিছিল করেছে।'
ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন- এ বিষয়ে উপদেষ্টা বলেন, 'সচিব আসছেন, সচিব পর্যায়ে আলোচনা হবে।'
পররাষ্ট্র সচিবের এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে স্থিতিশীলতা ফিরবে কি না-জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'আমার বাসায় আপনি যখন আসছেন, তখন সম্পর্ক অটোমেটিকই একটু অন্যরকম থাকে। ভালো হতে থাকে নাকি? এটাই তো স্বাভাবিক।'
সরকারের চার মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে- প্রশ্নের জবাবে উপদেষ্টা উল্টো প্রশ্ন করেন, 'আপনারাই বলেন উন্নতি হয়েছে কি হয়নি?'
আরও পড়ুন: ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার-মিথ্যা প্রচারণা চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩৬২ দিন আগে