চালক নিহত
মাদারীপুরে ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের ২ চালক নিহত
মাদারীপুরের শিবচর উপজেলার বাখরের কান্দি এলাকায় সোমবার ভোরে একটি ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের দুই চালক নিহত হয়েছেন।
নিহত বশির ( ৩৫) বরিশাল জেলার বাখেরগঞ্জ এলাকার শ্যামপুর গ্রামের রশিদ হাওলাদারের ছেলে এবং সুজন (২৫) যশোর সদর থানার বেখুটিয়া স্বজলপুরের মো. মিজানের ছেলে।
শিবচর হাইওয়ে পুলিশের পরিদর্শক আবদুল্লাহ হেল বাকী জানান, ভোর ৪ টায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর থানার বাখেরের কান্দি এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে উক্ত ট্রাক দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের দুই চালক নিহত হন বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীতে ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত
মগবাজার ফ্লাইওভারে পিকআপের চাপায় বাসচালক নিহত
পিরোজপুরে রডবোঝাই টমটম খাদে পরে চালক নিহত, আহত ৩
পিরোজপুর সদর উপজেলায় রডবোঝাই টমটম খাদে পরে চালক নিহত হয়েছেন। এঘটনায় ওই নসিমনে থাকা তিনজন আহত হয়েছেন।
রবিবার দুপুরে পিরোজপুর-বরিশাল সড়কের বঙ্গমাতা সেতুর পিরোজপুর অংশের সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (২৮) সদর উপজেলার দক্ষিণ রানীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু
আহত শ্রমিকেরা হলেন- সজিব মাঝি, গৌরব দাস ও লিটন। তাদের সকলের বাড়ি পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ রানীপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কাউখালী উপজেলা থেকে রড নিয়ে টমটমটি পিরোজপুরে যাচ্ছিল। বেলা দুইটার দিকে নছিমনটি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পার হয়ে পশ্চিম প্রান্তের সংযোগ সড়ক দিয়ে যাচ্ছিল।
এসময় চালক জাহিদুল নিয়ন্ত্রণ হারালে নছিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে টমটমের চালক জাহিদুল মারা যান। এসময় নছিমনের ওপর বসে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক দুই জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, পুলিশ নিহত চালকের লাশ উদ্ধার করেছে। এছাড়া টমটমটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
ভারতে মিউজিশিয়ানদের বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ১৩
সাতক্ষীরায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
সাতক্ষীরায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম অমিত অধিকারী (২২)। তিনি সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার অসীম অধিকারীর ছেলে।
আরও পড়ুন: সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
নিহতের চাচা অজিত অধিকারী জানান, অমিত অধিকারী একটি মোটরসাইকেলে শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে নারিকেলতলার দিকে যাচ্ছিলেন। সদর হাসপাতাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান অমিত অধিকারী।
তিনি আরও বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জেহাদ মোহাম্মদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেটকারটি আটক করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো কিশোরের
সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
ফতুল্লা লঞ্চঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারের চালক নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লার লঞ্চঘাটে বুড়িগঙ্গা নদীতে পটুয়াখালীগামী এমভি প্রিন্স কামাল-১ নামক একটি লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা চালক নিহত হয় বলে জানা যায়।
শুক্রবার রাত আটটার দিকে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ট্রলারচালক মনির কেরানীগঞ্জ থানার কান্দাপাড়ার আলী আকবর ফকিরের পুত্র বলে জানা গেছে। নিহত মনির নিজেই ট্রলারের চালক ও মালিক।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফতুল্লা মডেল থানা পুলিশ, নৌ-ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
আরও পড়ুন: ভোর থেকেই নারায়ণগঞ্জের লঞ্চ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
ফতুল্লা লঞ্চঘাটের ইজারাদার কতৃপক্ষের একজন প্রিতম জানায়, দ্রুত গতিতে লঞ্চটি ফতুল্লা খেয়া ঘাটে থাকা যাত্রীদের জন্য অপেক্ষামান বেশ কয়েকটি ট্রলারকে ধাক্কা দেয়। তারা তা দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলারের নীচ থেকে মনির নামক একজনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মনিরকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা বিসিকস্থ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সুমন জানান, তিনি এসে জানতে পারেন যে এমভি প্রিন্স কামাল-১ নামক পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী লঞ্চ ফতুল্লা খেয়াঘাটে থাকা ট্রলারের উপর সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা মনির নামক এক ব্যক্তি লঞ্চ ও ট্রলারের নীচে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাগলা নৌ-ফাঁড়ির উপপরিদর্শক ইয়ার আলী জানান, ট্রলার দুর্ঘটনায় মনির নামক একজন মারা গেছে। লঞ্চটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ লঞ্চের সারেংকে (কর্ণধার) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আরও পড়ুন: বিএনপি’র সমাবেশ শেষ, বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু
বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ
রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে চালক নিহত হয়।
নিহতের নাম মো. ইসহাক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়লে চালক আহত হয়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
আরও পড়ুন: গাজীপুরে মোটরসাইকেল উল্টে দুই কলেজছাত্র নিহত
ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
দিনাজপুরে ট্রাকচাপায় আসিফ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার দুপুর একটার দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ি মহল্লার কিবরিয়ার ছেলে।
আরও পড়ুন: বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ট্রাকচালক নিহত
পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে একটি নতুন মোটরসাইকেল ক্রয় করেছিল আসিফ। শনিবার দুপুর আনুমান একটার দিকে আরোহীসহ ওই মোটরসাইকেলে বাসা থেকে কাউগাঁ বাজারে যাচ্ছিল তারা।
পথে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ গেটের সামনে স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে তারা।
এই সময় একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দুর্ঘটনাস্হলে নিহত হয় চালক আসিফ।
পাশেই এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
তবে সামান্য আহত হয়ে আল্পের জন্য রক্ষা পেয়েছে সঙ্গী আরোহী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, লাশ ময়না তদন্ত ছাড়াই নিয়ে গেছে স্বজনরা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত
আড়াইহাজারে লেগুনা-কাভার্ড ভানের সংঘর্ষ, দুই গাড়ির চালক নিহত
টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে ২ চালক নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত এবং ১০ জন হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
রবিবার ভোরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কা: নারীসহ নিহত ২
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা উপপরিদর্মক (এসআই) জ্বিলকদ হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সল্লা এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি ট্রাক সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হানিফ বাসের চালক ও ট্রাক চালক ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ১৫
দুর্ঘটনায় মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয় জানান এসআই জ্বিলকদ হোসেন।
কালীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের
লালমনিরহাটের কালীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকেজ আলী (৩৪) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। রবিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী সড়কের কাকিনা চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মাকেজ আলী বগুড়ার শেরপুরের মির্জাপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বগুড়ার শেরপুর থেকে পাথর নিতে বুড়িমারী স্থলবন্দর যাচ্ছিল ট্রাক। অপরদিকে পণ্যবাহী একটি ট্রাক নারায়ণগঞ্জে যাওয়ার জন্য সেখানে দাঁড়িয়েছিল। পরে লালমনিরহাট-বুড়িমারী সড়কের কাকিনা চাপারতল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মাকেজ আলী নিহত হন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল জানান , খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: উজিরপুরে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ৮, আহত ২০
বরিশালে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু
কুষ্টিয়ায় বাস-রিকশা ভ্যানের সংঘর্ষে চালক নিহত
কুষ্টিয়ার মিরপুরে বাস ও রিকশা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে উপজেলার নওদাপাড়া এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহত লিটন (৪২) উপজেলা আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার আবু তালেবের ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর কর্মকর্তা নিহত
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, চালক লিটন রিকশভ্যানে যাত্রী নিয়ে মিরপুর বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নওদাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস সঙ্গে তার ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক লিটন নিহত হন। এই ঘটনায় রিকশা ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তাদেরকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ১৫
ওসি জানান, এঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক মাসুদ পালিয়ে গেছে। তিনি শারীরিক প্রতিবন্ধী। তার বাড়ি মিরপুর উপজেলার মশান গ্রামে।
নেত্রকোণায় ট্রলি উল্টে চালক নিহত
নেত্রকোণার কেন্দুয়ায় কাঠবোঝাই একটি হ্যান্ড ট্রলি উল্টে চালক নিহত হয়েছে। শনিবার দিবাগত রাতে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের ভঙ্গানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালক শাকিল (২৩) জামালপুর সদরের নামা কচুন্দরা এলাকার ইমান আলীর ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
স্থানীয়দের বরাত দিয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, শাকিল কাঠবোঝাই হ্যান্ড ট্রলিটি নিয়ে রাতে জামালপুর থেকে কেন্দুয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। রাত আড়াইটা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময়ে কেন্দুয়া-আঠার বাড়ি সড়কের বঙ্গানিয়া এলাকায় পৌঁছলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালক কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছেলের সড়ক দুর্ঘটনার খবর শুনে মায়ের মৃত্যু
পরে স্থানীয় মসজিদের ইমাম ভোরে ফজরের নামাজ আদায় করতে বের হলে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় কাঠের নিচে চাপা পড়া চালক শাকিলের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি।