ভ্যাট অব্যাহতি
৩০ জুন পর্যন্ত বিভিন্ন পণ্যে ভ্যাট অব্যাহতি
উৎপাদন ও বাণিজ্য পর্যায়ে থাকা বেশ কিছু পণ্যের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মওকুফ করেছে সরকার।
সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
এতে বলা হয়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত উৎপাদন পর্যায়ে রেপসিড তেল, কোলজা বীজ, ও ক্যানোলা তেল ভ্যাট থেকে অব্যাহতি পাবে। এছাড়া কোনো সময়সীমা ছাড়াই সরিষার তেলও উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পাবে।
এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত বিস্কুট, লবণ, আটা, সুজি, মরিচের গুঁড়া, ধনিয়া, হলুদ, আদা, রাইস ব্র্যান অয়েল, সূর্যমুখী তেল, রেপসিডের তেল, কোলজা বীজের তেল, ক্যানোলা তেল, ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্যসহ দেশীয়ভাবে উৎপাদিত বেশ কিছু পণ্য ব্যবসা পর্যায়ে ভ্যাট অব্যাহতি পাবে।
আরও পড়ুন: বিস্কুটে ভ্যাট অর্ধেকে নামিয়ে আনল এনবিআর
২৭৭ দিন আগে
জুলাই অভ্যুত্থান: আহতদের চিকিৎসায় আগত বিদেশি চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি
যেসব বিদেশি চিকিৎসক জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেবেন, তাদের জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বিভাগ।
এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিদেশি চিকিৎসকদের অনুকূলে বাংলাদেশ সরকারকে প্রদেয় ফি, বাংলাদেশে অবস্থানকালীন হোটেলে থাকা, খাবার ব্যয় ও বিমান ভাড়া বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে তাদের ওপর আরোপনীয় কর অব্যাহতি দেওয়া হল।
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ৩০ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দুজন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। মন্ত্রণালয় খুব শিগগির আরও ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে।
আরও পড়ুন: অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত এনবিআর কমিশনার মাহবুবুর
আহতদের বিদেশে পাঠানোর পাশাপাশি বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে এ দেশের হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়ারও চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে ১০ জনের একটি চিকিৎসক দল বাংলাদেশে এসেছে। গত কয়েক মাসে থাইল্যান্ড, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স থেকে বেশ কয়েকটি চিকিৎসক দল আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে বাংলাদেশে এসেছিল।
২৭ জানুয়ারি পর্যন্ত বিদেশে চিকিৎসার জন্য মন্ত্রণালয়ের ব্যয় হয়েছে ১৬ কোটি ১৪ লাখ ৭২ হাজার টাকা। এর মধ্যে একজনের পেছনে খরচ হয়েছে ৬ কোটি ৩৭ লাখ টাকার বেশি। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে থাকা ওই আহত ব্যক্তির চিকিৎসা শেষ হতে আরও কয়েক মাস লাগবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম প্রথম আলোকে বলেন, ‘আহতরা যেন সর্বোত্তম চিকিৎসা পান, সে জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রয়োজনীয় চিকিৎসা দেশে না থাকলে আমরা অবশ্যই আহতদের বিদেশে পাঠাব। আবার প্রয়োজনে বিদেশ থেকেও চিকিৎসক আনব।’
আরও পড়ুন: কর্মকর্তাদের অসদাচরণের বিরুদ্ধে কঠোর হবে এনবিআর: চেয়ারম্যান
৩০৩ দিন আগে
শিপ রিসাইক্লিং ইয়ার্ডের যন্ত্রপাতিতে ভ্যাট অব্যাহতি দিল সরকার
সরকার বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশগতভাবে টেকসই অনুশীলনের উন্নয়নে শিপ-রিসাইক্লিং ইয়ার্ডের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে অগ্রিম করসহ ভ্যাট (মূল্য সংযোজন কর) অব্যাহতি দিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমানের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৫ সালের ২৬ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
আদেশে বলা হয়, সরকার ২০২৫ সালের ২৬ জুনের মধ্যে সব শিপ রিসাইক্লিং ইয়ার্ডকে গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ডে রূপান্তর করতে বদ্ধপরিকর।
এই রূপান্তর নির্ধারিত সময়ের মধ্যে অর্জনে ব্যর্থ হলে নির্ধারিত সময়ের পরে বাংলাদেশে রিসাইক্লিং করার জন্য জাহাজ আমদানি নিষিদ্ধ হবে।
ফলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নম্বর আইন) এর ১২৬ ধারার উপধারা (৩) অনুযায়ী মূসক অব্যাহতি প্রদান করা হলো।
অব্যাহতির শর্তাবলি
আমদানিকৃত মূলধনী যন্ত্রপাতি কেবল জাহাজ ভাঙা এবং পুনর্ব্যবহারযোগ্য ইয়ার্ডগুলোর বিকাশের জন্য ব্যবহার করতে হবে।
কাস্টমস ক্লিয়ারেন্সের সময় আমদানিকারকদের শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। এটি নিশ্চিত করবে যে যন্ত্রপাতিটি কেবল এই উদ্দেশে ব্যবহার করা হবে।
আরও পড়ুন: বাজেটে মেট্রোরেলের টিকিটে ভ্যাট ছাড় ঘিরে অনিশ্চয়তা
এনবিআর সুনির্দিষ্ট করে দিয়েছে, রেয়াতি মূল্যে আমদানিকৃত যন্ত্রপাতি আমদানির পাঁচ বছরের মধ্যে বিক্রি বা হস্তান্তর করা যাবে না। এ সময়ের আগে কোনো যন্ত্রপাতি বিক্রি বা স্থানান্তর করা হলে ভ্যাট (মূল্য সংযোজন কর) ছাড় প্রত্যাহার করা হবে এবং অগ্রিম করসহ প্রযোজ্য সব কর পরিশোধ করতে হবে।
এছাড়া ভ্যাট বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা উভয়ই জাহাজ ভাঙা ও রিসাইক্লিং ইয়ার্ডে এককভাবে ব্যবহৃত হচ্ছে এবং নির্ধারিত পাঁচ বছরের মধ্যে বিক্রি বা হস্তান্তর করা হয়নি- তা নিশ্চিত করতে কমপ্লায়েন্স তদারকি করবেন।
এছাড়া আমদানিকারকদের ৩০০ টাকা মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে নির্দিষ্ট সময়ের মধ্যে যন্ত্রপাতি বিক্রি বা হস্তান্তর না করার অঙ্গীকারনামা দাখিল করতে হবে। ছাড়পত্রের সময় এই অঙ্গীকারনামা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
আরও পড়ুন: ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমাল সরকার
৩৫৮ দিন আগে