মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নাটোরে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নাটোরের লালপুরে সাইফুল ইসলাম নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বামনগ্রামে তার বাড়ির সামনেই হত্যা করা হয়েছে।
নিহত সাইফুল ইসলাম (৫৫) বামনগ্রাম বাজারে ব্যবসা করতেন।
আরও পড়ুন: ময়মনসিংহে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ
নিহতের স্ত্রী হুসনে আরা বেগম ছবি জানান, শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় বাজারে তার মুদি দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। বাসার সামনে পৌঁছানোর পর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে বের হলে সাইফুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দিলে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ঘটনার কারণ অনুসন্ধান ও অভিযুক্তদের শনাক্ত করতে অভিযান চলছে।
আরও পড়ুন: নওগাঁয় জমি নিয়ে বিরোধ, এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
৩৫৬ দিন আগে