চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুট
আজও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ
এক বাস চালককে মারধরের জের ধরে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা।
বাস বন্ধ থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি, অটোরিকশাসহ ছোট যানবাহনে যাতায়াত করতে হচ্ছে তাদের।
চাঁপাইনবাবগঞ্জের পরিরহন শ্রমিক নেতা আনারুল ইসলাম জানান, গত শনিবার রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করে রাজশাহীর পরিবহন শ্রমিকরা। এর জের ধরে চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে গতকাল (সোমবার) সকাল থেকে দুই জেলার মধ্যে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: নওগাঁ-বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
তিনি আরও জানান, সমস্যা সমাধানের লক্ষে আজ সকাল ১১টায় রাজশাহী বাস মালিক সমিতি ভবনে উভয় জেলার বাস মালিক-শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা আছে। দুপক্ষের মধ্যে সমঝোতা হলে বাস চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
১২৯ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
রাজশাহীর বাস শ্রমিকদের বাধার মুখে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিক ইউনিয়নের নেতা আনোয়ারুল ইসলাম আনার জানান, রাজশাহীতে সিএনজি ও অটোরিকশা চালকদের সঙ্গে বাস চালকদের মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেন শ্রমিকরা।
এতে চাঁপাইনবাবগঞ্জ থেকেও রাজশাহী রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহীর ওপর দিয়ে ঢাকাগামী দূর পাল্লার বাসও চলতে দেওয়া হচ্ছে না।
বিষয়টি শ্রমিক ফেডারেশনকে জানানো হয়েছে বলে জানান তিনি।
৩৫৩ দিন আগে