ছুরির আঘাত
হবিগঞ্জে মাদরাসা ছাত্র খুন, অভিযোগের তীর সহপাঠীর দিকে
হবিগঞ্জের মাধবপুরে হাফিজিয়া মাদরাসার আট বছর বয়সী এক ছাত্রকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বিরুদ্ধে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার মাদরাসার পাশের একটি ঝোপ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ছাত্র আশরাফুল ইসলাম রাফি (৮) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে মাধবপুরের ইটাখোলাস্থ আলহাজ ইয়াসমিন ফয়সল দারুল কোরআন হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত, গুরুতর আহত ১
স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) ফজরের নামাজ ও সকালের পড়া শেষে অন্যান্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে, নবীন (৯) নামের এক সহপাঠী সবার চোখে ফাঁকি দিয়ে পরিকল্পিতভাবে রাফিকে জুতা আনার কথা বলে মাদরাসা প্রাঙ্গণের দক্ষিণ পাশে একটি ঝোপে নিয়ে ছুরি দিয়ে উপুর্যপুরি আঘাত করে রাফিকে হত্যা করে এবং লাশ কাদামাটির ভেতর ফেলে চলে আসে।
পরবর্তীতে মাদরাসার দুই শিক্ষার্থী বিষয়টি জানতে পেরে নবীনকে আটক করে শিক্ষকদের খবর দেয়। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সুহেল পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১০০ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই নিহত
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই আব্দুর রশিদ নামের এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ জুন) রাত ৮টার দিকে জেলা পৌরসভার চরমোহনপুর লাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ (৪৮) ওই এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই বিকাশ আলী পলাতক রয়েছেন।
আরও পড়ুন: মাদক নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন থেকে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই বিকাশ আলী বড় ভাই আব্দুর রশিদকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্ত করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৭৭ দিন আগে
সোনারগাঁয়ে ছেলের ছুরির আঘাতে বাবা নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম নোয়াগাঁওয়ের গোবিন্দপুর এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রিফাত পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিফাত মাদকের জন্য বাবার কাছে টাকা চাইলে তিনি টাকা না দেওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রিফাত তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। আর ঘটনাস্থলে তার বাবার মৃত্যু হয়।
আরও পড়ুন: দুর্নীতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে ধ্বংস করেছে: শ্বেতপত্র
নিহতের ভাতিজা ইয়ামিন সুজন বলেন, ‘রিফাত মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। মাদকের টাকা না পেয়েই সে তার বাবাকে হত্যা করেছে।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, ‘রিফাতেকে আটকের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
৩৪৭ দিন আগে