রাজশাহী
রাজশাহীতে বিএনপি নেতা চাঁদের ৩ বছরের কারাদণ্ড
২০০৭ সালের প্রতারণার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম এ রায় ঘোষণা করেন।
২০০৭ সালের ২৯ জুলাই মামলাটি করেন মাসুদ রানা নামের এক শিক্ষক
মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালে আসামি আবু সাঈদ চাঁদ, আলিম উদ্দিন এবং ওয়াজনবী রাজশাহীর চারঘাট উপজেলায় বামনদীঘি চরঝিকড়া টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করেন। পরে ওই স্কুলের বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দিয়ে বাদী ও সাক্ষীদের কাছ থেকে চাঁদা দাবি করেন।
২০০৪ সলের ডিসেম্বর মাসের বিভিন্ন তারিখে তাদের কাছ থেকে আসামিরা মোট ১৪ লাখ ৫২ হাজার টাকা নেন। পরে নিয়োগপত্রের ভিত্তিতে তারা ওই স্কুলে যোগদান করেন। এরপর বিভিন্ন পদে দায়িত্ব পালন করলেও তাদের অনুকূলে কোনো বেতনভাতা পরিশোধ করা হয়নি। এমনকি শিক্ষার্থীদেরও কোনো নিবন্ধন হয়নি।
কিছুদিন পর তারা কারিগরি শিক্ষা বোর্ডে যোগাযোগ করে জানতে পারেন, স্কুলটির কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও আসামিরা জেনেশুনে তাদের ভুয়া নিয়োগপত্র দিয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদের জামিন ও রিমান্ড নামঞ্জুর
পরে ২০০৭ সালের ২৯ জুলাই মামলাটি করেন ওই প্রতিষ্ঠানের মাসুদ রানা নামের এক ভুক্তভোগী শিক্ষক। তবে ২০২৩ সালের ১৩ জুলাই তিনি মামলা তুলে নেয়ার আবেদন করেন। যেহেতু এই বিদ্যালয়ের ২২ জন প্রতারণার শিকার হয়েছেন সেহেতু মামলা চলমান রাখার নির্দেশ দেন আদালত। ১৬ বছর ধরে চলমান মামলায় সাক্ষ গ্রহন করা হয় নয়জনের।
আসামি পক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী বলেন, আবু সাঈদ চাঁদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন ১৪ লাখ ৫২ হাজার টাকা নিয়েছিলেন চাকরি দেওয়ার কথা বলে। তিনি ১৩ জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ২০০৭ সালে তারা এ নিয়ে মমলা করেন। সেই মামলায় আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি দুজনকে খালাস দেওয়া হয়েছে।
আইনজীবী আরও বলেন, ‘এ মামলার সঙ্গে আবু সাঈদ চাঁদ কোনোভাবে জড়িত না। এ মামলায় অন্য দুজন শিক্ষকও অভিযুক্ত ছিলেন। এটি একটি ভোকেশনাল স্কুলের নিয়োগের মামলা। এখানে তার কোনো সই-সাক্ষ্য কিছুই ছিল না। তিনি চেয়ারম্যান ছিলেন এটাই তার অপরাধ। এজন্যই তাকে সাজা দেওয়া হয়েছে।’
উল্লেখ্য আবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহবায়ক এবং রাজশাহী-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়াসহ চাঁদের বিরুদ্ধে রাজশাহী ও দেশের বিভিন্ন আদালতে ৩৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের ২ দিনের রিমান্ড মঞ্জুর
নাটোরে রিকশাচালকের লাশ উদ্ধার
নাটোরের চনবৈদ্যনাথ এলাকা থেকে ৫০ বছর বয়সী আকবর আলী নামে এক রিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: দিনাজপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির রায়
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, কারা কী কারণ তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে আ. লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২
ভোলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
মান্দায় তিন বাহনের সংঘর্ষে নিহত ২
নওগাঁর মান্দায় দুই মোটরসাইকেল ও একটি ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার চান্দাইল গ্রামের ফেরদৌসের ছেলে রবিউল ইসলাম (১৮) ও নাটোরের হাজিরহাট গ্রামের লিটনের ছেলে আরিয়ান খান রকি (২৫)।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ৫ লাখ, অঙ্গহানিতে পাবেন ৩ লাখ টাকা
স্থানীয়রা জানায়, দুই মোটরসাইকেলে করে চার বন্ধু ঘোরাঘুরির জন্য দেলুয়াবাড়ি বাজার থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজারে মোটরসাইকেল দুইটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের পেছনে ধাক্কা মারে। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরেকজন মারা যান। মোটরসাইকেলের পেছনে বসে থাকা আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজবাড়ীতে বালুর স্তূপ ধসে নিহত ৩
রাজশাহীতে মাটির নিচ থেকে কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার ১
রাজশাহীর গোদাগাড়ীতে মাটির নিচে থেকে প্রায় কোটি টাকার হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় এক যুবককে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) উপজেলার চর আষাঢ়ীয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার তহুরুল ইসলাম (২৩) ওই এলাকার সাইদুর রহমানের ছেলে।
সোমবার র্যাব-৫ এর রাজশাহী ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: জুন মাসে ১৮৪.৩৬ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে: বিজিবি
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব -৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ীর উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচক এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী তহুরুল ইসলাম মাদকের একটি বড় চালান নিয়ে তার বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে তহুরুল ইসলামের বাড়ি ঘেরাও করে র্যাব।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর সময় র্যাব তহুরুলকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তিন ফিট মাটির নিচে পোতা অবস্থায় এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, তহুরুল ইসলামকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: মে মাসে ২৮২ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
রাজশাহীতে স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী আটক
রাজশাহীর তানোরে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রী ও ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মুন্ডমালা পৌরসভার পাঁচন্দর মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত নিপা খাতুন (২৬) ও তার ছেলে নূর মোহাম্মদ (৭) একই মহল্লার পূর্বপাড়ার বাসিন্দা। নিপা মুন্ডমালা পৌর এলাকার পাঁচন্দর মহল্লার আব্দুর রহিমের মেয়ে।
অভিযুক্ত স্বামী আলিউল (৩০) পাঁচন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) মোহাম্মদপুর পূর্বপাড়া গ্রামের মৃত সিদ্দিকের ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় 'মেয়ের ছুরিকাঘাতে' বাবা খুন, স্ত্রী-মেয়ে আটক
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, তানোর থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে নিহত স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে নিপা তার ছেলে নূরকে নিয়ে পাঁচন্দর মহল্লায় বাবার বাড়িতে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। আলিউল শনিবার বিকালে ধারালো ছুরি হাতে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাত করে।
আলিউল পালানোর সময় মহল্লাবাসী তাকে আটক করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান ওসি।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন
রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে
রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতির উপর হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে।
শুক্রবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার বানেশ্বরে এই ঘটনা ঘটে।
ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করছেন আরইউজে'র সভাপতি নির্যাতিত সাংবাদিক রফিকুল ইসলাম।
সাংবাদিক রফিকুল ইসলাম জানান, বিকালে তিনি রাজশাহী-ঢাকা মহাসড়ক হয়ে রাজশাহী নগরীর দিকে আসছিলেন। পুঠিয়ার বানেশ্বর এলাকায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে এসে তার প্রাইভেটকার ঘিরে ধরে। তিনি গাড়ি থেকে বের হওয়ার আগেই হামলাকারীরা চাইনিজ কুড়াল, রামদা ও লোহার পাইপ দিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে।
এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় নেবেও বলেও জানান।
আরও পড়ুন: গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: হিরো আলমের ওপর হামলা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির উপর হামলা ও গাড়ি ভাঙচুরের বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশও পাঠিয়েছিলাম। এ ব্যাপারে সাংবাদিক রফিকুল ইসলামকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন রাজশাহীর সাংবাদিক নেতারা।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, ‘রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির উপর হামলা মানে রাজশাহীর সকল সাংবাদিকের উপর হামলা। এর প্রতিবাদে শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে আরইউজের পক্ষ থেকে বিক্ষোভ-সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আমরা এই হামলার বিচার চাই। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করবে বলে আশা করি। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলা গণতন্ত্রের নামে আ. লীগের তামাশা: ফখরুল
রাজশাহীতে ছেলের কোপে বাবা নিহতের অভিযোগ
রাজশাহীতে ছেলের হাসুয়ার কোপে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ আগস্ট) বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জের হরিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রুস্তম রুস্তম আলী পাকার (৭০) ছেলের নাম শুকুর আলী পাকা (৪৫)। এছাড়া এ হত্যার ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক আছেন।
আরও পড়ুন: মাংস কম দেয়াকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, বরের বাবা নিহত
স্থানীয়রা জানান, বাবার গাছ বিক্রি করে ছেলে টাকা নিতে চান। বাবা গাছ বিক্রি করতে নিষেধ করেন ছেলেকে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে বাবা রুস্তম আলীকে কুপিয়ে হত্যা করেন ছেলে শুকুর আলী।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে জানান, ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক রয়েছেন।
তিনি জানান, খবর পেয়ে মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: পাবনায় মেয়েকে বিয়ে না দেয়ায় ছুরিকাঘাতে বাবা নিহত
সীতাকুণ্ডে ‘চোরে’র ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আহত
রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
রাজশাহীর মোহনপুরে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বাকশৈল এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দর্ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন।
নিহতরা হলেন- জেলার মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), সাঁকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫) ও বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিবর রহমান (৪০)।
আহতরা হলেন- মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়বুর রহমান (৪৫), গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান(৮০), বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২) ও ভটভটি চালক মামুন (৩৫)।
আরও পড়ুন: বিজিবির সঙ্গে সংঘর্ষে রোহিঙ্গা নিহত
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল গ্রামের গরুবাহী ইঞ্জিনচালিত ভটভটি, অটোরিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত ও আহত হয়েছে পাঁচজন হয়েছে।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বলেন, এই ঘটনায় একটি মামলা করা হয়েছে।
আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৫
রাজশাহীতে পদ্মায় নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকায় পদ্মা নদী থেকে একজনের এবং বিকাল সাড়ে ৪টার দিকে একইস্থান থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পদ্মায় গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
এর আগে শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকার পদ্মা নদীতে তারা নিখোঁজ হয়।
নিহত দুই শিশু হলো- শুকুর আলীর ছেলে মো. সিয়াম (১১) ও একই এলাকার নেকবর আলীর ছেলে মো. সাজিম (১২)।
মৃত সিয়াম রাজশাহী নগরীর ডাশমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ শুরু করে।
তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার সম্ভব না হওয়ায় অভিযান স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু করা হয়। দুপুর আড়াইটার দিকে সিয়ামের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তার পাশ থেকেই বিকাল ৪টার দিকে সাজিদের লাশ উদ্ধার করা হয়।
রাজশাহী নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার বলেন, চারঘাট এলাকা থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ ছাড়াও চারঘাট থানা পুলিশের সদস্যরা বিষয়টি মনিটরিং করে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার
রাজশাহীতে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা
রাজশাহীতে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) দামকুড়া থানার চরমাজারদিয়াড় এলাকায় হাড়ুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত যুবক আবু সাঈদ (৩০) চরমাজারদিয়াড় মধ্যপাড়া গ্রামের আমির হোসেন চৌকিদারের ছেলে।
আরও পড়ুন: নড়াইলে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
স্থানীয়রা জানান, আবু সাঈদের সঙ্গে দীর্ঘদিন যাবত ওই এলাকার কিছু মাদক ব্যবসায়ীদের সঙ্গে শত্রুতা চলছিল। মাদক ব্যবসার বিরুদ্ধে আবু সাঈদ প্রতিবাদ করায় মাদক কারবারিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
সেই বিরোধের জেরে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন সাঈদের পথ আটকে তার পায়ে গুলি করে এবং তাকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানিয়রা সাঈদের পরিবারকে ফোন করে বিষয়টি জানালে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয় দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এছাড়া সাঈদের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় দামকুড়া থানায় নিহত সাঈদের স্ত্রী বাদী হয়ে রাতেই একটি হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি দ্রুত তদন্ত করে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান রাত থেকেই শুরু হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২