নিজামুদ্দিন
চট্টগ্রামে জনরোষে ওসি নিজামুদ্দিন
চট্টগ্রাম পাসপোর্ট অফিসের সামনে জনতার রোষানলে পড়েছেন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুদ্দিন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে তাকে শারীরিকভাবে নাজেহাল করে জনতা।
পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে চিহ্নিত চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সাবেক ওসি ছিলেন নিজামুদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পাসপোর্ট অফিসের সামনে ওসি নিজামুদ্দিনকে জামার কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে জনতারা।
পরে খবর পেয়ে কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এ সময় তার বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতারা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করেন। এছাড়া ওসি থাকা অবস্থায় তার বিরুদ্ধে নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন জনতারা।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘নিজামুদ্দিনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: গাংনীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে আ. লীগ নেতা গ্রেপ্তার
জানা গেছে ওসি নিজামুদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন
বর্তমানে তিনি সিআইডি কুমিল্লাতে দায়িত্ব পালন করছেন।
৩৩২ দিন আগে