রাজনৈতিক মতাদর্শ
বুয়েট ক্লাবের অনুষ্ঠানে ন্যান্সি বাদ: রাজনৈতিক মতাদর্শের অভিযোগে বিতর্ক
বুয়েট ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে গান গাইবার কথা ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। তবে অনুষ্ঠানের আগের দিন তাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
শিল্পী নিজেই বুধবার (৩০ এপ্রিল) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলে লেখেন, ‘আজকে সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। কিন্তু মঙ্গলবার রাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
আয়োজকদের একজন আমাকে হোয়াটসঅ্যাপে জানান, অনুষ্ঠানে আমার অংশগ্রহণ বাতিল করা হয়েছে। কারণ হিসেবে আয়োজক উল্লেখ করেছেন, দুটি গ্রুপের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কায় এবং একজন প্রেসিডেন্ট প্রার্থীর অনুরোধে তাকে বাদ দেওয়া হয়েছে। আয়োজকের ভাষ্য মতে, ‘কোনো রাজনৈতিক শিল্পী থাকলে বিপক্ষের সমর্থকরা অনুষ্ঠান বয়কট করবে।’ এই ঘটনায় আমাকে দুঃখপ্রকাশ করা হলেও আমি এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও অপেশাদার বলে অভিহিত করছি।
আরও পড়ুন: চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, বাতিল অনুষ্ঠান
রাজনৈতিক মতাদর্শের কথা উল্লেখ করে শিল্পী বলেন, ‘বুয়েট ক্লাব কি হঠাৎ করে আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারল? রাজনৈতিক পরিচয় থাকলেই কি একজন শিল্পীকে এভাবে অসম্মান করা যায়?’
তিনি আরও বলেন, ‘আমাকে অনুষ্ঠানে অংশ নিতে আয়োজকরাই বারবার অনুরোধ করেছিলেন। আমি কি যেচে এই অনুষ্ঠানে গান গাইতে চেয়েছিলাম, নাকি আপনারা অতি-আগ্রহী ছিলেন?
’ বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানী না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?’
অনুষ্ঠানের একটি প্রমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেওয়া হয়েছে ‘মেলোডি কুইন’!
আপনারা পারেনও বটে—লিখে আয়োজকদের উদ্দেশে সর্বশেষ ন্যান্সি বলেন, ‘নিয়ম অনুযায়ী পুরো সম্মানি আমার বাসায় অতি দ্রুত পাঠিয়ে দেবেন।’
২১৮ দিন আগে
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ কমিশনের
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন।
এতে চাকরিপ্রার্থী যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তা ভেরিফিকেশন রিপোর্টে প্রতিফলিত করতে হবে বলে সুপারিশ করেছে কমিশন।
আরও পড়ুন: স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের
সুপারিশে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) চাকরিপ্রার্থীদের স্থায়ী ঠিকানা অনুসন্ধানের বাধ্যবাধকতা রহিত করা যেতে পারে। চাকরিপ্রার্থীর বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা/শিক্ষা সনদপত্র/ট্রান্সক্রিপ্ট/মার্কশিট ইত্যাদি যাচাই-বাছাই করার দায়-দায়িত্ব নিয়োগকারী কর্তৃপক্ষের ওপর বর্তাবে। এগুলো পুলিশ ভেরিফিকেশনের অংশ হবে না।
এতে আরও বলা হয়েছে, পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর রাজনৈতিক মতাদর্শ যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তা রহিত করাসহ এতদসংক্রান্ত সংশ্লিষ্ট বিধিমালা সংস্কার করা যেতে পারে। তবে চাকরিপ্রার্থী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তা ভেরিফিকেশন রিপোর্টে প্রতিফলিত করতে হবে।
সুপারিশে বলা হয়েছে, চাকরির জন্য সকল পুলিশ ভেরিফিকেশন সর্বোচ্চ এক মাসের মধ্যে সমাপ্ত করতে হবে এবং অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সময় বৃদ্ধি করা যেতে পারে।
এতে আরও বলা হয়েছে, ব্রিটিশ আমলে প্রণীত কিছু কিছু আইন ও প্রবিধান যুগের প্রয়োজনে সংস্কার/হালনাগাদ করা জরুরি হয়ে পড়েছে।
আরও পড়ুন: ‘জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে পুলিশ সংস্কার জরুরি’
এতে আরও বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮; বলপ্রয়োগ ও মানবাধিকার সুরক্ষায় এ আইনের প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করা হলো। পি আর বি, ১৯৪৩; জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গঠনে এ প্রবিধানমালায় সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিবর্তন/পরিমার্জন অথবা নতুন প্রবিধানমালা প্রণয়ন করা যেতে পারে।
৩২৩ দিন আগে