অটোরিকশা যাত্রী নিহত
ময়মনসিংহে ড্রামট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
ময়মনসিংহের গফরগাঁওয়ে ড্রামট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও তিনযাত্রী।
বুধবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে গফরগাঁও-হোসেনপুর সড়কে নূর মসজিদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের রাজ্জাকের ছেলে মুঞ্জু মিয়া (৪০) ও যশরা ইউনিয়নের যশরা গ্রামের ওয়াহেদুল্লার ছেলে আলাউদ্দিন (৬০) ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মুঞ্জু মিয়ার মেয়ে মিম আক্তারের বিয়ে হয় গত মঙ্গলবার পাগলা থানার দত্তেরবাজার গ্রামে। বুধবার মিম আক্তারের শশুরবাড়িতে বৌভাত অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশে আত্মীয় স্বজনসহ মুঞ্জু মিয়া বাড়ি থেকে বের হয়। ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে যাওয়ার পথে গফরগাঁও-হোসেনপুর সড়কের বাইপাসের শিলাসী নূর মসজিদ এলাকা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রামট্রাক চাপা দেয়।
এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হয় এবং অটোরিকশাটি দুমড়ে -মুছড়ে যায়।
আরও পড়ুন: নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে এক পরিবারের ৭ জন নিহত
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুঞ্জু মিয়া ও আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২০ দিন আগে
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় নিহত ২
লক্ষ্মীপুরে বালুবাহী ট্রাকচাপায় মুরাদ হোসেন ও আনোয়ার হোসেন নামে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আজাদ নামে আরও এক অটোরিকশা চালক।
সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট সড়কের বিইউ চৌধুরী ফিশারিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর আহম্মদের ছেলে ও অপর নিহত আনোয়ার টুমচর ইউনিয়নের জগতবেড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী হাট থেকে একটি বালুবাহী ড্রামট্রাক দ্রুতগতিতে ওভারটেক করার সময় পাশে থাকা একটি অটোরিশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মুরাদ। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, বালুবাহী ড্রামট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। লাশগুলো উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, বালুবাহী ড্রামট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটকের ব্যবস্থা চলমান।
৩১৮ দিন আগে