রাষ্ট্রপতি কার্যালয়
রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের নতুন সচিব নূরুল আমীন
স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব খান নূরুল আমীনকে পদোন্নতি দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব খান নূরুল আমীন।
আরও পড়ুন: বাজেট ২০২৪-২৫: জনপ্রশাসন মন্ত্রণালয়ে বরাদ্দ ৫ হাজার ৩৭৭ কোটি টাকা
গত ২২ ডিসেম্বর রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হককে অতিরিক্ত হিসেবে সেতু বিভাগের সিনিয়র সচিবেরও দায়িত্ব দেওয়া হয়েছে।
৩১৯ দিন আগে