পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট
আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
কুয়াশা কেটে গেলে শনিবার (২৫ জানুয়ারি) যথাক্রমে সকাল ৭টা ও ভোর ৬টার দিকে দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির চৌধুরী জানান, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন: ৯ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝপথে পাঁচটি ফেরি আটকা পড়ে।
এছাড়া ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে ১৪টি ফেরির চলাচল বন্ধ হয়ে যায়।
দুটি ফেরি রুটের উভয় পাশে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ ৫ শতাধিক যানবাহন আটকা পড়ে। এর ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আরও পড়ুন: ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে ৪ ফেরি
৩১৪ দিন আগে