রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী আটক
রাজধানীর মোহাম্মদপুরে ৩ ছিনতাইকারী আটক, দেশীয় অস্ত্র জব্দ
রাজধানীর মোহাম্মদপুরে ‘ছিনতাইকারী’ অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও দুটি ছুরি জব্দের দাবি করেছে র্যাব।
রবিবার (২৬ জানুয়ারি) ছিনতাই বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-২।
আটকেরা হলেন- মো. আবু জাফর (৩২), মো. রনি (১৯) ও মো. শাওন (১৯)।
র্যাব-২ জানায়, একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদপুর এলাকায় অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে র্যাবের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আসিফ তপু জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও দুটি ছুরি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, ‘আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। তাদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার খান আসিফ তপু।’
৩১২ দিন আগে