সপ্তাহের চতুর্থ কার্যদিবস
প্রথম ঘণ্টার লেনদেনে সূচক কমেছে ঢাকায়, বেড়েছে চট্টগ্রামে
সপ্তাহের চতুর্থ কার্যদিবসের প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচক কমলেও বেড়েছে চট্টগ্রামে। তবে দুই বাজারে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
বুধবার (২৯ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১১ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৬ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ৩ পয়েন্ট।
আরও পড়ুন: পুঁজিবাজারে বিশেষ বিনিয়োগের পরিমাণ ও সময়সীমা বাড়াতে গভর্নরকে চিঠি
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭, কমেছে ১৫১ এবং অপরিবর্তিত আছে ৯৯ কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৫ পয়েন্ট।
সিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯, কমেছে ২৪ এবং অপরিবর্তিত আছে ৬ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: টানা পতনের মুখে পুঁজিবাজার, তিন দিনে সূচক কমেছে ৪০ পয়েন্ট
প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫ লাখ টাকা।
৩১০ দিন আগে