পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনো ভারতের ইতিবাচক সাড়া মেলেনি: তৌহিদ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার জন্য ভারতের কাছে অনুরোধ করলেও এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ বিষয়ে নতুন করে বলার মতো কিছু নেই। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ। এখনও ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’
তিনি বলেন, বাংলাদেশ এখনও নয়া দিল্লির জবাবের অপেক্ষায় আছে।
তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিচার শুরু হয়ে গেছে। কেউ আসুক বা না আসুক, বিচার চলবে।
পড়ুন: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফরে ১৯৭১ সালের বিষয় তুলবে ঢাকা: তৌহিদ হোসেন
আন্তর্জাতিক সহায়তা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার প্রয়োজন মনে করলে এমন সহায়তা চাইতে পারে। তবে এখনই আমি এর প্রয়োজনীয়তা দেখছি না।
তিনি জানান, গত বছর ডিসেম্বর মাসে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে কূটনৈতিক বার্তা (নোট ভারবালে) পাঠানো হয়েছিল। এতে প্রয়োজনীয় কিছু দলিলপত্রও সংযুক্ত করা হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের চাপে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
গত মাসেও পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেষ্টার বিষয়টি অব্যাহত থাকবে।
১২৩ দিন আগে
সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্বোধন
ঢাকা, ২৯ জানুয়ারি (ইউএনবি)— চাকরি, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনে বিদেশ গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা সেবার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সনদ সত্যায়ন প্রক্রিয়াকে দ্রুততর, সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে এই সেবার উদ্বোধন হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে সেবাটি চালু করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা নতুন এই ডিজিটাল ব্যবস্থাপনা নথি যাচাই ও অনুমোদনের প্রক্রিয়াকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করবে এবং দেশের বৈশ্বিক সংযোগকে আরও সুসংহত করবে বলে আশা করেন।
তিনি এই প্রক্রিয়াটির সঙ্গে জড়িত সরকারের মন্ত্রণালয়সমূহ, বিশেষ করে আইসিটি বিভাগের তরুণ কর্মকর্তাদের অভিনন্দন জানান।
এ সময় তিনি প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে নাগরিকদের তথ্যের নিরাপত্তার ব্যাপারেও সচেতন থাকার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। দুজন সেবাপ্রার্থীর নিকট অনলাইনে সত্যায়িত সনদ হস্তান্তরের মাধ্যমে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করেন তিনি।
পররাষ্ট্র সচিব তার বক্তব্যে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থার মাধ্যমে নথি সত্যায়নের প্রক্রিয়াটি আরও স্বচ্ছ, সহজ ও সময় সাশ্রয়ী হবে বলে মত প্রকাশ করেন। তিনি প্রক্রিয়াটির সঙ্গে জড়িত সকল মন্ত্রণালয় ও বিভাগকে ধন্যবাদ জানিয়ে এই সত্যায়ন ব্যবস্থাকে একটি ‘সংস্কার’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া সেবাগ্রহীতাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্যে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন: ক্ষমা না চাওয়া পর্যন্ত আ.লীগকে বিক্ষোভ করতে দেওয়া হবে না: প্রেস সচিব
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শীষ হায়দার চৌধুরী, এনডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ অনুবিভাগ) কাজী গোলাম তৌসিফ, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ, আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব এস এম এরশাদুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক (ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগ) মো. ওমর ফারুখ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
তারা সকলেই এই অনলাইন সত্যায়ন কার্যক্রম চালুর জন্যে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও দপ্তর, বিশেষত পররাষ্ট্র মন্ত্রয়ালয় ও এটুআই-এর অগ্রণী ভূমিকার প্রশংসা করেন এবং এই সেবা চালুর ফলে বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের সেবাপ্রাপ্তি সুলভ হবে বলে আশা প্রকাশ করেন।
৩১০ দিন আগে