যুবককে গুলি করে হত্যা
কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা, অস্ত্র-মোটরসাইকেল ও কয়েক রাউন্ড গুলি জব্দ
কুষ্টিয়া সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী টুটুল হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় শটগান, মোটরসাইকেল এবং কয়েক রাউন্ড গুলি জব্দ করেছে।
মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে গুলিবিদ্ধ লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত টুটুল হোসেন (৪০) ওই গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাচ্ছিলেন।
আরও পড়ুন: মানিকগঞ্জের ঝিটকা বাজারে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকা ক্ষতির দাবি
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান বলেন, ‘রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে টুটুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পাশ থেকে একটি শটগান, কয়েক রাউন্ড গুলি ও মোটরসাইকেল জব্দ করেছে। নিহতের মুখে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশ এখানে নিয়ে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
১৭৭ দিন আগে
সুইডেনে কোরআন পোড়ানোয় যুবককে গুলি করে হত্যা
সুইডেনে পবিত্র কোরআন শরীফের কপি পুড়িয়ে বিতর্ক ও সহিংস বিক্ষোভকে উসকে দেওয়া ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) রাতে স্টকহোমের সোদারতালজে একটি অ্যাপার্টমেন্টে সালওয়ান মোমিকাকে হত্যা করা হয়েছে।
২০২৩ সালে স্টকহোম সেন্ট্রাল মসজিদের বাইরে ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন শরীফে আগুন ধরিয়ে দেওয়ার পর ব্যাপক অস্থিরতা দেখা দেয়।
স্টকহোম পুলিশ নিশ্চিত করেছে, ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে রাতে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ১১ মিনিটে হোভসজোর একটি অ্যাপার্টমেন্টে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিলে বৃহস্পতিবার সকালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ফিলিপাইনে ৭ সন্দেহভাজন অপরাধীকে গুলি করে হত্যা
স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবর্ষণের সময় মোমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচারে ছিলেন।
মূলত ইরাকের বাসিন্দা এবং সুইডেনে বসবাসকারী মোমিকার বিরুদ্ধে ২০২৩ সালে একাধিক ঘটনার জন্য ‘একটি জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের’ অভিযোগ আনা হয়েছিল। বৃহস্পতিবার এ বিষয়ে আদালতের রায় হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর তা স্থগিত করেছে।
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, নিরাপত্তা বাহিনীগুলো বিদেশি সংস্থাগুলোর সঙ্গে সম্ভাব্য যোগসূত্রের বিষয়ে তদন্তদ করছে।
মোমিকার ইসলাম বিরোধী বিক্ষোভ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এর ফলে বাগদাদে সুইডিশ দূতাবাসের বাইরে বিক্ষোভও হয়। এমনকি সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘটনাও ঘটে।
যদিও সুইডিশ কর্তৃপক্ষ বাক স্বাধীনতা আইনে মোমিকার কুরআন পোড়ানোর প্রতিবাদের অনুমতি দিয়েছিল। পরে সরকার নির্দিষ্ট পরিস্থিতিতে এই জাতীয় বিক্ষোভ সীমাবদ্ধ করতে আইন পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছিল।
আরও পড়ুন: আফগানিস্তানে একই পরিবারের ১০ জনকে গুলি করে হত্যা
৩০৮ দিন আগে