সাকু
ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা সাকু গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার একটি বিস্ফোরক মামলায় জিনজিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাকুর হোসেন সাকুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে রাজধানীর পল্টন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হাসান জানান, গতরাতে পল্টন থানা পুলিশের ফোন পেয়ে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে কেরানীগঞ্জ মডেল থানা হাজতে এনে রাখা হয়।
তিনি জানান, কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া এলাকা থেকে গত আগষ্ট মাসে ২৭ বস্তা গান পাউডার উদ্ধার মামলায় সাকু এজাহারভুক্ত আসামি ছিলেন। ওই মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রনি জানান, গ্রেপ্তারের পর আজ (শুক্রবার) দুপুরে সাকুর হোসেন সাকুকে সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে।
বিস্ফোরক মামলা ছাড়াও দক্ষিণ কেরানীগঞ্জ থানার দুটি রাজনৈতিক মামলায় সাকু এজাহারভুক্ত আসামি। ওই দুই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ড চাওয়ার কথা জানিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
৩০৭ দিন আগে