চামড়া উদ্ধার
শরণখোলায় ২ হরিণের চামড়া উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় এক বাড়ি থেকে দু’টি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে সুন্দরবনসংলগ্ন উপজেলার সোনাতলা গ্রাম থেকে চামড়াগুলো উদ্ধার করে বন বিভাগের সদস্যরা।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে বন বিভাগের সদস্যরা সোনাতলা গ্রামের সুমন মুন্সির বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়িতে লুকিয়ে রাখা হরিণের দু’টি শুকানো চামড়া উদ্ধার করা হয়।
আরও পড়ুন: দাম না পেয়ে যশোরের হাটেই রেখে গেছেন চামড়া
তবে বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায় বলে ডিএফও জানিয়েছেন।
১৪১০ দিন আগে
কয়রায় জবাই করা হরিণসহ ৩ চামড়া উদ্ধার
খুলনার কয়রায় একটি জবাই করা হরিণসহ তিনটি চামড়া উদ্ধার করেছে পুলিশ।
২১৫৮ দিন আগে