পূর্বশত্রুতা
পূর্বশত্রুতার জের: পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকাল ৭টার দিকে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছে।
নিহত ওই যুবকের নাম রাকিবুল হাসান সানি (২৯)। ভোর ৪টা থেকে ৫টার মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক চক্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘আমরা সকাল সাতটার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। পরে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হবে।’
আরও পড়ুন: ঈদের দিন স্ত্রীকে গলাকেটে হত্যা, সেই ঘাতক স্বামী গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বিক্রির আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে রাতের আঁধারে হত্যাকারীরা কীভাবে ঘটনাটি ঘটিয়েছে; তা এখনও স্পষ্ট নয়।
নিহতের পরিবারের দাবি, সানি একজন অটোরিকশাচালক ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, গেল রমজান মাসেও একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র তার ওপর হামলা চালিয়েছিল।
ঘটনার পর থেকে মিল্লাত ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এলাকায় পুলিশ ও সিআইডি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
১৭৭ দিন আগে
পূর্বশত্রুতা ও ট্রলারের লোভে যাত্রীবেশে চাচাকে হত্যা: এসপি
বরিশালের উজিরপুরে পূর্বশত্রুতা ও ট্রলারের লোভে যাত্রীবেশে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার পরিবারের বিরুদ্ধে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) শরিফ উদ্দীন লিখিত বক্তব্যে এই তথ্য জানান।
গত ৩১ জানুয়ারি উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ট্রলারচালক মাহাবুব মুণ্ডপাশা গ্রামের সেকান্দার আলীর ছেলে।
পুলিশ সুপার বলেন, গত ৩১ জানুয়ারি শিকারপুর খেয়াঘাটে ট্রলারচালক মাহাবুব হাওলাদারকে যাত্রী বেশে মাঝ নদীতে নিয়ে হত্যা করে তার ভাতিজা ও পরিবারের সদস্যসহ ৬ জন। ওই ঘটনায় থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করে মাহাবুবের পরিবার। এরপর আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন: আইএসপিআর
আসামিরা হলেন— বরিশালের উজিরপুরের সুজন হাওলাদার, রিয়াদ হাওলাদার, মুলাদীর নাঈম হাওলাদার, সাব্বির খান, তাজিম হাওলাদার ও বরগুনা জেলার তাসিন হাওলাদার।
তিনি আরও বলেন, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উজিরপুরের পৃথক স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করে হত্যা মামলায় আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেল হাজতে পাঠান।
২৯৫ দিন আগে