ইসলামবাগ
ইসলামবাগের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের কামালবাগ এলাকার একটি বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
বিকাল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
তিনি জানান, ভবনটির নিচতলায় প্লাস্টিক দ্রব্যের কারখানা এবং উপরে বাসা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতার কারণেই আশপাশের ভবনগুলো আগুনে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানান এই কর্মকর্তা।
আগুনের সূত্রপাত কোথা থেকে ও কীভাবে হলো—এমন প্রশ্নের জবাবে কাজী নজমুজ্জামান বলেন, ‘সঠিক তথ্যের অভাবে আমরা এখনও আগুন লাগার সঠিক কারণ জানতে পারিনি। তবে (আগুন) পুরোপুরি নিভিয়ে ফেলার পর তদন্তের মাধ্যমে এর কারণ জানতে পারব।’
আরও পড়ুন: রাজধানীর ইসলামবাগে ভবনে আগুন, আশপাশে ছড়িয়েছে আতঙ্ক
তবে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা বিড়ি-সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, কতগুলো ঘর পুড়েছে, তাও এখনও নিশ্চিত নয়। তবে কাউকে এ পর্যন্ত নিহত বা আহত অবস্থায় উদ্ধার করা হয়নি। ফলে হতাহতের আশঙ্কা করা হচ্ছে না।
এর আগে, আজ বিকালে আগুন লাগার খবরে ভবনটির আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২৯৩ দিন আগে
রাজধানীর ইসলামবাগে ভবনে আগুন, আশপাশে ছড়িয়েছে আতঙ্ক
রাজধানীর ইসলামবাগ এলাকার একটি ভবনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ৮টি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মিডিয়া সেল পরিদর্শক আনোয়ারুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করে ভবনের মধ্যে আগুনের সূত্রপাত ঘটে। তবে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় পুরো ভবন ঘিরে ফেলা হয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে তালাবদ্ধ ঘর আগুনে পুড়ে শিশুর মৃত্যু
তারা আরও জানান, আগুন লাগার পর আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণকে এ সময় নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিসও এখনও কিছু জানতে পারেনি বলে জানান আনোয়ারুল ইসলাম।
২৯৩ দিন আগে