ফরহাদ
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা তিন দিনের রিমান্ডে
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর আমলী আদালতের বিচারক বেগম শারমিন নাহার তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১২টার দিকে তাকে আদালতে তোলা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল হক তাকে মামলায় আরও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে শাকিল আহমেদ ও ফারজানা রুপা
পরে বিচারক তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা একটি মামলায় রবিবার রাতে ঢাকার ইস্কাটন থেকে মোনালিসাকে আটক করে মেহেরপুর নেওয়া হয়।
বর্তমানে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, তার দুলাভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারফরাজ হোসেন মৃদুল কারাগারে রয়েছেন।
২৯১ দিন আগে