সাজেকে আগুন
সাজেকে আগুন: ২০ রিসোর্টসহ অর্ধ শতাধিক দোকান-বসতবাড়ি ভস্মিভূত
দেশের অন্যতম বড় পর্যটন কেন্দ্র রাঙ্গামাটির সাজেক ভয়াবহ আগুনে পুড়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সাজেক পর্যটনের প্রধান কেন্দ্র ‘রুইলুইপাড়ায়’ এই অগ্নিকাণ্ড হয়।
স্থানীয়রা জানিয়েছে, একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশ এলাকায়। অনেকটা লাগোয়া থাকায় ইকোভ্যালি, অবকাশ, মেঘছুট, মনটানা রেস্টুরেন্ট এবং আশপাশের কয়েকটি রিসোর্ট এবং দোকানপাটে আগুন ছড়িয়ে পড়ে। সাজেকের হেডম্যান (মৌজাপ্রধান) লালথাং লুসাই এর বাড়িও আগুনে পড়ে গেছে।
খবর পেয়ে খাগড়াছড়ি ও দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয়দের চেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে কয়েকটি নির্মাণাধীন রিসোর্টও রয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, আগুনে কতটি রিসোর্ট ও স্থাপনা পুড়েছে এবং ক্ষয়ক্ষতির নিরূপণ করা হচ্ছে। এখনই সঠিক তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, আগুনের কারণে সাজেকে অবস্থানকারী পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি সাজেকে অবিলম্বে একটি ফায়ার সার্ভিসের কার্যালয় স্থাপনের দাবি জানান।
আরও পড়ুন: সাজেকের রিসোর্টে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয়রা
২৮৩ দিন আগে