উত্থান-পতন
ঢিমেতালে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে
লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সূচকের উত্থান-পতনে আসেনি তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন। প্রধান সূচক নেতিবাচকের ঘরে থাকলেও তা এক পয়েন্টের নিচে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স রোববার (২৬ ফেব্রুয়ারি) লেনদেনের প্রথম দুই ঘণ্টায় অবস্থান করছে শূন্যের ঘরে।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়া ভিত্তিক ডিএসইএস শূন্যের ঘরে থাকলেও বাছাইকৃত শেয়ার বুল-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৪ পয়েন্ট।
ডিএসইতে দাম বেড়েছে ১৬২ কোম্পানির, বিপরীতে দাম কমেছে ১৪৮ এবং অপরিবর্তিত আছে ৭৭ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: রেকর্ড লেনদেন পুঁজিবাজারে, সাড়ে তিন মাসে সর্বোচ্চ
প্রথম দুই ঘণ্টায় ঢাকার বাজারে লেনদেন ছাড়িয়েছে ১৮০ কোটি টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৪ পয়েন্ট।
সকাল থেকে লেনদেনে অংশ নেয়া ১১১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯, কমেছে ৪৬ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে প্রথমার্ধে লেনদেন ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা।
২৮২ দিন আগে