পণ্যে ভ্যাট অব্যাহতি
৩০ জুন পর্যন্ত বিভিন্ন পণ্যে ভ্যাট অব্যাহতি
উৎপাদন ও বাণিজ্য পর্যায়ে থাকা বেশ কিছু পণ্যের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মওকুফ করেছে সরকার।
সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
এতে বলা হয়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত উৎপাদন পর্যায়ে রেপসিড তেল, কোলজা বীজ, ও ক্যানোলা তেল ভ্যাট থেকে অব্যাহতি পাবে। এছাড়া কোনো সময়সীমা ছাড়াই সরিষার তেলও উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পাবে।
এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত বিস্কুট, লবণ, আটা, সুজি, মরিচের গুঁড়া, ধনিয়া, হলুদ, আদা, রাইস ব্র্যান অয়েল, সূর্যমুখী তেল, রেপসিডের তেল, কোলজা বীজের তেল, ক্যানোলা তেল, ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্যসহ দেশীয়ভাবে উৎপাদিত বেশ কিছু পণ্য ব্যবসা পর্যায়ে ভ্যাট অব্যাহতি পাবে।
আরও পড়ুন: বিস্কুটে ভ্যাট অর্ধেকে নামিয়ে আনল এনবিআর
২৭৮ দিন আগে