ফিলিপাইনের বিমান বাহিনী
নিখোঁজ যুদ্ধবিমানের খোঁজে তল্লাশি চালাচ্ছে ফিলিপাইন
সোমবার দিবাগত রাতে কৌশলগত অভিযানের সময় নিখোঁজ হওয়া একটি এফএ-৫০ যুদ্ধবিমানের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ফিলিপাইনের বিমান বাহিনী।
মঙ্গলবার (৪ মার্চ) দেশটির বিমান বাহিনী (পিএএফ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ‘লক্ষ্যস্থলে পৌঁছানোর কয়েক মিনিট আগে অভিযানে অংশ নেওয়া অন্যান্য বিমানের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’
অন্য বিমানগুলো মধ্য ফিলিপাইনের সেবু প্রদেশের ম্যাকটানে ফিরে না আসা পর্যন্ত বারবার নিখোঁজ বিমানটির সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিল।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএএফ নিখোঁজ জেট ফাইটার বিমানটি শনাক্ত করতে সমস্ত সুবিধা ও উপকরণ ব্যবহার করে বিস্তৃত এবং পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান অভিযান পরিচালনা করছে।’
আরও পড়ন: ভারতের নাগপুরে ফ্লাইটের জরুরি অবতরণ ও ঘটনার বিষয়ে বিমানের ব্যাখ্যা
পিএএফ জানিয়েছে, তাদের প্রাথমিক উদ্বেগ বিমানের বিমানকর্মীদের নিরাপদে ফিরে আসা নিয়ে।
ফিলিপাইনের বিমান বাহিনী জানিয়েছে, ‘ আমরা আশা করছি খুব শিগগিরই তাদের ও বিমানটিকে খুঁজে বের করা সম্ভব হবে।’
২৭৬ দিন আগে