ব্লকেড কর্মসূচি
ধর্ষকের বিচারসহ ৬ দফা দাবিতে উত্তাল শাহবাগ
মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের বিচারের দাবিসহ চলমান একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি পালন করছেন ঢাকার ২০ কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘কণ্ঠে আবার লাগা জোড়, ধর্ষকদের কবর খোড়’ প্রতিপাদ্যে এ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
তবে রমজানে জনভোগান্তির কথা মাথায় রেখে আপাতত ব্লকেডের বদলে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
কর্মসূচিতে ইতোমধ্যে নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, হলিক্রস কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। সময় যত এগোচ্ছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে যোগ দিচ্ছেন বিক্ষোভে।
আরও পড়ুন: ধর্ষকদের শাস্তির দাবিতে বাকৃবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ
এ সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখার পাশাপাশি জনসমক্ষে ধর্ষকের শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত গড়াসহ ধর্ষণ প্রতিরোধে ৬ দফা দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
এছাড়া ধর্ষণের বিচার দ্রুত করতে আলাদা ট্রাইবুন্যাল গঠনের দাবিও তুলেছেন তারা।
২৬৯ দিন আগে