দহগ্রাম
দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা
আবারও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ ও লোহার খুঁটি বসানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বাধা দিলে কাজ বন্ধ রাখা হয়। এ নিয়ে ওই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (১৭ মার্চ) সকালে ভারত–বাংলাদেশ সীমান্তের দহগ্রাম সর্দারপাড়া সীমান্তের শূন্য রেখায় ভারতের পশ্চিমবঙ্গ ৬-বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ ও লোহার খুঁটি বসানোর চেষ্টা করে।
২৬৩ দিন আগে