দক্ষিণ কোরিয়া
বিদ্যমান সম্পর্কের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে ঢাকা-সিউল উচ্চ পর্যায়ের সফর প্রয়োজন: শাহরিয়ার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দিয়েছেন।
দুই দেশের মধ্যে চলমান উন্নয়ন কর্মকাণ্ডে আনন্দ প্রকাশ করেন প্রতিমন্ত্রী আলম।
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত লি জাং-কেউন বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী বৈঠক করেন।
তারা বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষ শ্রম, কানেক্টিভিটি, ইন্দো প্যাসিফিক, উচ্চ পর্যায়ের সফর, জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত লি বাংলাদেশে তার মেয়াদে অর্জিত চারটি বড় মাইলফলক তুলে ধরেন।
আরও পড়ুন: মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন একমাত্র সমাধান: দ. কোরিয়ার রাষ্ট্রদূত
এগুলো হলো- দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি (১ দশমিক ৫ বিলিয়ন থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার), ওডিএ (৭০০ মিলিয়ন থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার), ইপিএস কর্মী (প্রতিবছর ১৫০০ থেকে ১০ হাজার পর্যন্ত) এবং এফডিআই (২০২২ সালে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার)।
তিনি চলমান ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট এবং বাংলাদেশে দুটি কোরিয়ান জায়ান্ট কোম্পানি- হুন্দাই এবং স্যামসাং-এর অ্যাসেম্বলিং প্ল্যান্টের উদ্বোধনের জন্য সন্তোষ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশে তার সফল মেয়াদের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং তার ভবিষ্যত দায়িত্বের জন্য তার সাফল্য কামনা করেন।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে দ. কোরিয়ার ‘আরও উদ্যোগ’ চায় বাংলাদেশ
সিউলে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া যৌথ পিপিপি প্লাটফর্ম মিটিং অনুষ্ঠিত
ইডিসিএফ থেকে বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলার প্রদানে ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট সই
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়ের ঋণ সংক্রান্ত একটি নতুন ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট সই করেছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরসের ৫৬তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে দক্ষিণ কোরিয়ার ইনচিওনে সই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও অর্থ বিষয়ক ফার্স্ট ভাইস মিনিস্টার কিসুন বাং এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান নিজ নিজ পক্ষের পক্ষে চুক্তিতে সই করেন।
উভয় পক্ষের সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে এ উপলক্ষে ঢাকা এমআরটি লাইন ৪-এর জন্য সহযোগিতার সমঝোতা স্মারক (এমওইউ) এবং সিএনজিচালিত বাস ক্রয় ও রেলওয়ে সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন সংক্রান্ত দুটি প্রকল্পের জন্য ইডিসিএফ ঋণ চুক্তি (এল/এ) সই হয়েছে।
সই হওয়া অ্যারেঞ্জমেন্টটি দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ সরকারকে ৩ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত ছাড়ের ঋণ প্রদানের আইনি ভিত্তি হিসেবে কাজ করবে।
অ্যারেঞ্জমেন্ট অনুসারে, ইডিসিএফ ঋণের পরিশোধের সময়কাল ১৫ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ৪০ বছর এবং বার্ষিক সুদের হার হবে ০.০১ %থেকে ০.০৫% এর মধ্যে।
আরও পড়ুন: বাংলাদেশ ও ইইউ দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও গভীর করতে সম্মত
অ্যারেঞ্জমেন্ট অনুসারে, প্রার্থী প্রকল্পগুলো ভবিষ্যতে দুই সরকারের মধ্যে ঘনিষ্ঠ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
নতুন ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট সইয়ের মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বে দক্ষিণ কোরিয়ার অফিসিয়াল ডেভেলপমেন্ট এইড (ওডিএ) এর দ্বিতীয় বৃহত্তম প্রাপক হয়ে উঠেছে।
সদ্য সই চুক্তির দ্বারা অনুমোদিত পরিমাণ পূর্ববর্তী ইডিসিএফ ফ্রেমওয়ার্ক ব্যবস্থার তুলনায় চারগুণ বেশি; যা ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ৭০০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়।
এ পর্যন্ত কোরিয়ান সরকার ইডিসিএফ-এর মাধ্যমে এক দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের মোট পরিমাণ সহ ৩০টি উন্নয়ন প্রকল্পকে সমর্থন করেছে।
কোরিয়া প্রজাতন্ত্রের সরকার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিবেচনায় যথেষ্ট পরিমাণে সহায়তা বাড়ানোর সাহসী সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কুয়েন বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে একটি নতুন ইডিসিএফ ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট সই করা বিশেষভাবে অর্থবহ।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের জন্য রেয়াতযোগ্য ঋণের উল্লেখযোগ্য বৃদ্ধির সঙ্গে আরও আশা করা যায় যে কোরিয়া বাংলাদেশে মেগা প্রকল্পগুলোকে সমর্থন করতে সক্ষম হবে, এই ধারায় বাংলাদেশের ক্রমবর্ধমান আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।’
তিনি আশা প্রকাশ করেন যে এই ৩ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বাংলাদেশিদের দৈনন্দিন জীবনযাত্রা যেমন-পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জনগণের মধ্যে বন্ধুত্ব বৃদ্ধিতে অনুঘটক হিসেবে কাজ করবে।
আরও পড়ুন: বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে রেখে অন্য রাজনৈতিক দলকে ‘সমর্থন’ করে না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, মন্তব্য করা থেকে বিরত থাকব: জাপানি রাষ্ট্রদূত
ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই: দ. কোরিয়া দূতাবাস
কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস বাংলাদেশের সকল ভিসা আবেদনকারীদের উদ্দেশে ফের বলেছে যে ভিসা আবেদন প্রক্রিয়ায় (ভিসা ফি ছাড়া) কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।
দূতাবাস বলেছে, ‘আমরা সকল আবেদনকারীদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত ভিসা আবেদন প্রক্রিয়া প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বৃহস্পতিবার দূতাবাস এক বার্তায় জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার দূতাবাস বা কোনও কোরিয়ান ব্যক্তি কখনই ভিসা সংক্রান্ত কোনও উদ্দেশ্যে অর্থ চাইবে না।
দূতাবাস জানায়, ‘কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসের সঙ্গে অধিভুক্ত হওয়ার দাবি করে এবং ভিসা পরিষেবা বা সহায়তার বিনিময়ে আর্থিক লেনদেনের অনুরোধ করে এমন কোনও ব্যক্তি বা সংস্থার বিষয়ে দয়া করে সতর্ক থাকুন।’
দূতাবাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা বার্তায় জানায়, এগুলো প্রকৃত আবেদনকারীদের থেকে সুবিধা নেওয়ার জন্য করা কোনো প্রতারণামূলক স্কিম হতে পারে।
বার্তায় আরও বলা হয়েছে, ‘যদি আপনি কোন সন্দেহজনক কার্যকলাপ বা ব্যক্তিদের সম্মুখীন হন, অনুগ্রহ করে অবিলম্বে কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসে রিপোর্ট করুন।’
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘পরবর্তী পর্যায়ে’ নিয়ে যেতে আগ্রাহী কোরিয়া
বাংলাদেশের সাথে সহযোগিতায় বৈচিত্র্য চান দ. কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কেউন তার দেশের কোম্পানির নির্মিত মাতারবাড়ি কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।
এসময় তিনি ৭৫ জন কোরিয়ান প্রকৌশলীর কাজ পর্যবেক্ষণ করেন এবং তাদের উৎসাহিত করেন।
পরিচালকরা তাকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ব্রিফ করেন।
তিনি এসময় বিদ্যুৎকেন্দ্রের কাজের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার ফার্ম পসকো ইএনডসি-এর চ্যালেঞ্জগুলো শোনেন এবং সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করেন।
সোমবার পরিদর্শনকালে রাষ্ট্রদূত লি বলেন যে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো বাংলাদেশের বেশ কয়েকটি বড় অবকাঠামো প্রকল্পে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। যার মধ্যে ভান্ডালজুরি পানি সরবরাহ প্রকল্পে তাইয়ং ইএন্ডসি-এর সম্পৃক্ততা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩নং টার্মিনাল নির্মাণে স্যামসাং সিঅ্যান্ডটি-এর ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেছেন, এই প্রকল্পগুলো চালু করার সময় কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব সত্ত্বেও, কোরিয়ান কোম্পানিগুলো তাদের সময়ানুবর্তিতা এবং কর্মদক্ষতার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে ভূঁয়সী প্রশংসা পেয়েছে।
দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে বড় অবকাঠামো নির্মাণ প্রকল্পে তাদের কার্যক্রম সম্প্রসারণ করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: মাতারবাড়ী বন্দরের অপারেশনাল কার্যক্রম ২০২৬ সালে শুরু হবে: খালিদ মাহমুদ
মঙ্গলবার ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি এই অঞ্চলে বিদ্যুত সরবরাহের উন্নতি করবে। এইভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে সহায়তা করবে বলেও আশা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পসকো ইএন্ডসি -জানিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের ৯৫ দশমিক ৯ শতাংশ নির্মাণ সম্পন্ন হয়েছে।
মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা চালিত পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে জাইকার অর্থায়নে সাত বছরের মধ্যে ১২০০ মেগাওয়াট (মেগাওয়াট) বিদ্যুত এবং অনুমোদিত সুবিধা উৎপাদনের ক্ষমতাসহ একটি কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে।
জাপানের সুমিতোমো, তোশিবা, এবং আইএইচআই প্রকল্পটি বাস্তবায়নের জন্য একটি কনসোর্টিয়াম হিসেবে সহযোগিতা করছে। পসকো ইএন্ডসি -এর সঙ্গে প্ল্যান্টের প্রধান অংশ নির্মাণের জন্য সাবকন্ট্রাক্ট করা হয়েছে।
এই অঞ্চলের অর্থনীতিকে সাহায্য করার অঙ্গীকারের অংশ হিসেবে, পসকো ইএন্ডসি প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার স্থানীয় কর্মী নিয়োগ করেছে।
করোনা মহামারির কারণে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও, কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ ২০২০ সালের মার্চ মাসে শুরু হয়েছিল এবং বিলম্ব ছাড়াই এগিয়ে চলেছে।
দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, সঠিক সময়ে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা পূরণের জন্য, পসকো ইএন্ডসি প্রকল্প শুরুর পর থেকে দিন-রাত কাজ করেছে।
আশা করা হচ্ছে যে মাতারবাডড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটি ২০২৪ সালের জানুয়ারিতে এবং দ্বিতীয় ইউনিটটি একই বছরের জুলাই মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।
আরও পড়ুন: মাতারবাড়ি চ্যানেলে টাগশীপ ডুবি, চীনা নাগরিকের লাশ উদ্ধার
খরচ বেড়েছে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের
উ.কোরিয়া ফের সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: দ. কোরিয়া
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে শনিবার ফের সমুদ্রের দিকে একটি সন্দেহভাজন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দ.কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দেয়ার একদিন পরেই উ.কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, এদিন বিকাল ৫টা ২২ মিনিটে পিয়ংইয়ং এর সুনান আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল। তবে অস্ত্রটি কোথায় পড়েছে তা তাৎক্ষণিকভাবে বলা হয়নি।
উ.কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে দ.কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে একাধিক পরিকল্পিত সামরিক মহড়া ঘোষণা করে।
এরপর উ.কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ শক্তিশালী পদক্ষেপের হুমকি দিয়েছে।
উ.কোরিয়া চলতি বছরের ১ জানুয়ারি পরীক্ষামূলকভাবে প্রথম একটি স্বল্প-পাল্লার অস্ত্রের পরীক্ষা চালায়। এবছর উত্তর কোরিয়া ৭০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অস্ত্র প্রদর্শনে রেকর্ড করেছে। যার মধ্যে মার্কিন মূল ভূখণ্ডে পৌঁছানোর সম্ভাব্য সক্ষমতাসহ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে।
উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো মূলত দ.কোরিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি।
আরও পড়ুন: আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া
উ.কোরিয়ার নেতা কিম জং উন ২০২৩ সালে তার পরমাণু কর্মকাণ্ড দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন।
তিনি দেশটির পারমাণবিক ওয়ারহেডগুলো ‘উল্লেখযোগ্য বৃদ্ধি’ ও ‘শত্রু’ দ.কোরিয়াকে লক্ষ্য করে যুদ্ধক্ষেত্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যাপক উৎপাদন এবং আরও উন্নত আইসিবিএমগুলো বিকাশের আহ্বান জানিয়েছেন।
তিনি গত সপ্তাহে রাজধানী পিয়ংইয়ংয়ে একটি বিশাল সামরিক কুচকাওয়াজের সময় এক ডজনেরও বেশি আইসিবিএম প্রদর্শন করেন।
সীমিত সম্পদ থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিয়ে কিম তার দেশের সামরিক সক্ষমতা সম্প্রসারণের ধারাবাহিকতার ওপর জোর দিয়ে আসছেন।
অন্যদিকে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অচলাবস্থা বজায় রয়েছে।
শুক্রবার উ.কোরিয়া এক বিবৃতিতে এই বছর ওয়াশিংটন ও সিউলকে ২০ রাউন্ডের বেশি সামরিক মহড়ার পরিকল্পনা করার জন্য অভিযুক্ত করেছে। যার মধ্যে বড় আকারের মহড়াও রয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বীরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ইচ্ছাকৃতভাবে ব্যাহত করছে’ বলে বর্ণনা করেছে।
দ.কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইনপ্রণেতা কর্মকর্তারা বলেছিলেন যে সিউল ও ওয়াশিংটন মার্চের মাঝামাঝি সময়ে একটি বার্ষিক কম্পিউটার-সিমুলেটেড সম্মিলিত প্রশিক্ষণের আয়োজন করবে।
দ.কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা নীতির উপমন্ত্রী হিও তাই-কেউনের মতে, ১১ দিনের প্রশিক্ষণ উ. কোরিয়ার পারমাণবিক হুমকির পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন অনির্দিষ্ট লক্ষ্য প্রতিফলিত করবে।
হিও বলেন, দুই দেশ মার্চের মাঝামাঝি সময়ে যৌথ মহড়াও পরিচালনা করবে, যা বিগত কয়েক বছরে অনুষ্ঠিত হওয়া মহড়ার তুলনায় বড় হবে।
আরও পড়ুন: উত্তর কোরিয়ার দূরপাল্লার মিসাইল পরীক্ষা
শিগগিরই নতুন ‘কৌশলগত অস্ত্র’ প্রদর্শন করবে উত্তর কোরিয়া: কিম
‘ভুল বোঝাবুঝি’ বাদ দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায়: মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ভুল বোঝাবুঝি’ বাদ দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপন করতে চায়।
তিনি বলেন, ‘তারা (মার্কিন) বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক চায়।’
বৃহস্পতিবার মোমেন সিলেটে সাংবাদিকদের বলেন, গতকাল (১৫ ফেব্রুয়ারি ২০২৩) ছিল ‘বাংলাদেশের জন্য একটি দারুণ দিন’।
ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার জ্যেষ্ঠ কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার কথা উল্লেখ করে মোমেন বলেন, তারা সকলেই বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং গভীর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলের আগমনের আগে সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা ধারাবাহিক বাংলাদেশ সফরে এসেছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে: ডেরেক শোলে
মোমেন বলেন, ‘আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। তারা সম্পর্ক জোরদার করতে এসেছে।’
ডেরেক শোলে বুধবার বলেছেন, ৫১ বছর ধরে গড়ে ওঠা শক্তিশালী অংশীদারিত্বের ভিত্তিতে তারা বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের ব্যাপারে ‘আশাবাদী’।
শোলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে তার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ‘আমরা ভবিষ্যতের জন্য আশাবাদী। আমাদের মধ্যে খুব দৃঢ় অংশীদারিত্বের ৫১ বছর পার হয়েছে। আমরা পরবর্তী ৫১ বছর এবং তার পরের সম্পর্কের জন্যও অপেক্ষা করছি। আমাদের উভয়ের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, তবে আমাদের অনেকগুলো সম্ভানাময় ক্ষেত্রও রয়েছে; যেগুলো নিয়ে আমরা আজ কথা বলেছি।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে ক্রমবর্ধমান রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তার দিক থেকে যথেষ্ট গুরুত্ব দেয়।
আরও পড়ুন: বাংলাদেশে আরও বিনিয়োগ করতে দক্ষিণ কোরিয়াকে আহ্বান জানাল প্রধানমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদী: মার্কিন কাউন্সেলর চোলেট
বাংলাদেশে আরও বিনিয়োগ করতে দক্ষিণ কোরিয়াকে আহ্বান জানাল প্রধানমন্ত্রী
বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিশাল সম্ভাবনা রয়েছে।
বুধবার সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত জং সুং মিন তার সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম।
আরও পড়ুন: ‘আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ পদক পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম শীর্ষ উন্নয়ন অংশীদার এবং দেশটি স্বাধীনতার পর থেকে বিশেষ করে টেক্সটাইল ও অবকাঠামো খাতে সহযোগিতা করে আসছে।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে জাং সুং মিন বাংলাদেশ সফর করছেন।
রাষ্ট্রদূত বলেন, তার দেশ আগামী ৫০ বছরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।
কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির অফিসের রাষ্ট্রপতির দূত এবং ভবিষ্যত কৌশলের সিনিয়র সেক্রেটারি বলেছেন, আগামী দিনে সম্পর্কটি ধীরে ধীরে আরও শক্তিশালী হবে।
৫০ বছর আগে ১৯৭২ সালের ১২ মে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে স্বীকৃতি দিলে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
আরও পড়ুন: রাজশাহীতে প্রধানমন্ত্রী ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন রবিবার
সাক্ষাতকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের রাষ্ট্রদূত বুধবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের বিষয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানান।
জাং সুং মিন বলেছেন যে সফরের পর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও ত্যাগের কথা জানতে পেরে ‘মুগ্ধ ও অনুপ্রাণিত’ হয়েছিলেন।
প্রেসিডেন্টের পক্ষে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে দক্ষিণ কোরিয়া সফরের আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এ সময় মুখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কিউন উপস্থিত ছিলেন।
জাং সুং মিন বাংলাদেশে তিন দিনের সফরে গতকাল ঢাকায় পৌঁছেছেন।
প্রেসিডেন্ট ইউনের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হিসাবে তিনি ২০২২ সালের মে মাসে কাজ শুরুর পর থেকে নতুন প্রশাসনে দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক নীতিগুলো প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
আরও পড়ুন: বিরোধীরা আমার ব্যর্থতা খুঁজে পেলে সংশোধন করব: সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২০২৩ সালকে বাংলাদেশ-দ.কোরিয়া সম্পর্কের মাইলফলক বছর হিসেবে গড়ে তুলতে চাই: রাষ্ট্রদূত
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বলেছেন, বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের ক্ষেত্রে এই বছরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হবে এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করার প্রচেষ্টা চলছে।
তিনি বলেন, আমরা এটিকে (২০২৩ সালকে) একটি মাইলফলক বছর হিসেবে গড়ে তুলতে চাই।
বুধবার দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
আরও পড়ুন: বাংলাদেশের সাথে সহযোগিতায় বৈচিত্র্য চান দ. কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং
এসময় রাষ্ট্রদূত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের জন্য বাংলাদেশে কোরিয়ান সম্প্রদায়কে ধন্যবাদ জানান।
অর্থনৈতিক সাফল্য উদযাপন ও ধারাবাহিকতা ধরে রাখতে এবং কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বার্ষিকী উদযাপন করতে কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশন ‘স্টে স্ট্রং, মার্চ টুগেদার’- থিম নিয়ে ‘কোরিয়া সপ্তাহ ২০২৩’- এর প্রস্তুতি নিচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এবং কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে ‘কোরিয়া সপ্তাহ ২০২৩’।
১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগসহ দক্ষিণ কোরিয়া বাংলাদেশের ৫ম বৃহত্তম এফডিআই প্রদানকারী দেশ।
প্রায় ২০০ কোরিয়ান কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘পরবর্তী পর্যায়ে’ নিয়ে যেতে আগ্রাহী কোরিয়া
মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন একমাত্র সমাধান: দ. কোরিয়ার রাষ্ট্রদূত
সিউলে অগ্নিকাণ্ডে ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত
দক্ষিণ কোরিয়ার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় ৬০টি বাড়ি পুড়ে গেছে। শুক্রবার রাজধানী সিউলের গুরিয়ং গ্রামে লাগা এ আগুন প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সিউলের গাংনাম জেলার দমকল বিভাগের একজন কর্মকর্তা শিন ইয়ং-হো বলেছেন, উদ্ধারকর্মীরা আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি করেছে, সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
আরও পড়ুন: চীনে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩৮
এদিন সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগার পর ৮০০ জনেরও বেশি দমকলকর্মী, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দা আগুন নেভানোর চেষ্টা করেন এবং দুর্ঘটনাকবলিতদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ করে।
৬৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা কিম সুং-হান দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, ‘চান্দ্র নববর্ষের ছুটিতে এ ধরনের দুর্ঘটনা কীভাবে ঘটতে পারে?’
উল্লেখ্য, দেশটির সবচেয়ে বড় ছুটির একটি হলো চান্দ্র নববর্ষ এবং আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এ উপলক্ষে ছুটি থাকবে।
কিম বলেন, ‘আর কিছু বের করতে না পেরে, আমি শুধু এই পোশাকেই বাড়ি থেকে ছুটে বেড়িয়েছি।’
গ্রামটির একজন নেতা লি উন-চেওল বলেছেন, বাসিন্দারা দ্রুত অন্যদেরকে আগুনের বিষয়ে সতর্ক করতে সক্ষম হয়েছিল এবং দমকলকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে লোকেদের সন্ধান করছে এবং তাদের সরিয়ে নিতে সহায়তা করেছে।
লি ওয়াইটিএন নিউজ চ্যানেলকে বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এখানে অনেক দুর্ঘটনা ঘটে।’
তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
গাংনাম জেলা অফিসের একজন কর্মকর্তা কিম আহ-রিউম বলেছেন, প্রায় ৫০০ জন বাসিন্দাকে একটি স্কুল ও জিমসহ আশেপাশের স্থাপনাগুলোতে সরিয়ে নেয়া হয়েছে।
কর্মকর্তারা বলছেন যে, ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই বাড়িতে ফিরতে পারবে বলে আশা করছিল। যাদের বাড়ি ধ্বংস হয়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কমপক্ষে ৪৫ জনকে অস্থায়ীভাবে একটি হোটেলে থাকতে হবে। পুড়ে যাওয়া ৬০টি বাড়ির মধ্যে কয়েকটি অবশ্য খালি ছিল।
আগুনের খবর পেয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল উদ্বেগ প্রকাশ করেছেন।
বর্তমানে তিনি সুইজারল্যান্ডের দাভোসে সফররত।
তার মুখপাত্র কিম ইউন-হে বলেছেন, দুর্ঘটনার ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা কমানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
২০২২ সালের অক্টোবরে সিউলের একটি সংকীর্ণ রাস্তায় ভিড়ে ঠেলাঠেলিতে কমপক্ষে ১৬০ জন মারা যান। এটি গত এক দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বড় দুর্ঘটনা।
বিশেষজ্ঞরা দাবি করেছেন যে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের দুর্বল পরিকল্পনার জন্য মারাত্মক এই দুর্ঘটনা ঘটে।
কেননা দুই বছর পর হ্যালোইন উদযাপকদের বিশাল সমাবেশের কথা জেনেও, কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণের মৌলিক ব্যবস্থা করতে ব্যর্থ হয়।
গুরিয়ং গ্রাম, সিউলের সবচেয়ে ব্যয়বহুল কিছু এলাকার কাছাকাছি অবস্থিত একটি অবৈধ ছাউনি। যা সুউচ্চ উঁচু অ্যাপার্টমেন্ট এবং বিলাসবহুল শপিং মলের পাশেই অবস্থিত। এটি দীর্ঘকাল ধরে দক্ষিণ কোরিয়ায় বিদ্যমান আয় বৈষম্যের প্রতীক।
সহজেই আগুনে পোড়ে এমন উপকরণ দিয়ে তৈরি হওয়ায় পাহাড়ের পাশের গ্রামটি কয়েক বছর ধরে প্রায়ই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গত মার্চ মাসে আগুনে ১১টি বাড়ি পুড়ে গিয়েছিল এবং বন্যার কারণে গত আগস্টে প্রায় ১০০ জন লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে হয়েছিল।
গ্রামটিতে প্রায় ৬৭০টি বাড়ি রয়েছে, তবে সবগুলোতে মানুষ বাস করে না।
আরও পড়ুন: রাশিয়ায় অবৈধ আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যু
ফ্রান্সের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ৫ শিশুসহ নিহত ১০
কেইপিজেডের অগ্রগতি হচ্ছে: দ. কোরিয়ার রাষ্ট্রদূত
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কেউন বলেছেন, চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে এলাকার উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি ঘটাচ্ছে।
তিনি বলেন, কেইপিজেড আরও কারখানা নির্মাণ, আইসিটি জোন স্থাপন, নকশা ও উন্নয়ন কেন্দ্র খোলা, দেশের বৃহত্তম রুফটপ সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদনের উদ্বোধন এবং বিদেশি কোম্পানিকে আমন্ত্রণ জানিয়ে এলাকার উন্নয়ন করছে।
শনিবার (৭ জানুয়ারি) দ. কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টারের সঙ্গে কেইপিজেড পরিদর্শন করেন এবং জার্মান কোম্পানি স্ট্রাসের নতুন খোলা ইউনিটসহ কম্পাউন্ডের কারখানা এবং অন্যান্য ব্যবস্থাপনাগুলো ঘুরে দেখেন।
জার্মানির বিখ্যাত আউটডোর ও স্পোর্টসওয়্যার কোম্পানি স্ট্রস আনুষ্ঠানিকভাবে গত বছরের ২৪ অক্টোবর কেইপিজেড-এ তাদের ডিজাইন ও ডেভেলপমেন্ট সেন্টার স্ট্রস সিআই ফ্যাক্টরি, চট্টগ্রাম খুলেছে।
বর্তমানে চট্টগ্রামে পণ্য উন্নয়ন থেকে বিক্রয় ও বিপণনে প্রায় ২০০ জন নিয়োজিত আছেন।
আরও পড়ুন: ২০২৯ সালের পরেও জিএসপি+ সুবিধায় ফ্রান্সের সমর্থনের আশা বাংলাদেশের
রবিবার ঢাকায় দ. কোরিয়ার দূতাবাস জানিয়েছে, কেইপিজেড সফলভাবে ২২ মেগাওয়াট ক্ষমতার দেশের বৃহত্তম একক ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং পরিচালনা করছে।
রবিবার ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, তবে শুধুমাত্র এটি জোনের (কেইপিজেড) বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয় বরং এটি বাংলাদেশের জাতীয় বিদ্যুত গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে ২০২১ সালের ২০ জুন কেইপিজেডের ছাদে সোলার প্যানেল প্ল্যান্টের উদ্বোধন করেন রাষ্ট্রদূত লি।
রাষ্ট্রদূত লি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী কেইপিজেডের আইসিটি জোন ভালোভাবে চলছে। গত বছরের এপ্রিল থেকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে একটি গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানের মাধ্যমে আইসিটি জোন নির্মাণের কাজ শুরু হয় এবং এর দুটি কারখানা ভবন নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে।
কেইপিজেড অনুসারে, বর্তমানে ৪৩টি অপারেটিং কারখানায় ২২ হাজার কর্মী কর্মরত রয়েছেন। এছাড়া আরও আটটি কারখানা নির্মাণাধীন রয়েছে।
কেইপিজেড হল কোরিয়ান ইয়ংওন করপোরেশন দ্বারা পরিচালিত দেশের একমাত্র ব্যক্তি মালিকানাধীন ইপিজেড। এটি বাংলাদেশের আরএমজি সেক্টরে প্রথম এবং বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী।
আরও পড়ুন: চসিক নির্বাচন: সাধারণ ছুটি না থাকলেও বন্ধ থাকছে ইপিজেড, কেইপিজেড
সর্বোচ্চ রপ্তানি, বিনিয়োগ ও চাকরি দেখলো ইপিজেড: বেপজা