গণহত্যার প্রতিবাদ
মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীতে জনতার ঢল
গাজায় ইসলরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দীতে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে মানুষের ঢল নেমেছে। কানায় কানায় ভরে গেছে মাঠ। জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগসহ আশপাশের সড়কেও অবস্থান নিতে শুরু করেছে।
শনিবার ( ১২ এপ্রিল) দুপুর ১২টার পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মানুষ সোহরাওয়ার্দী অভিমুখে রওনা হন। এতে সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। বিকাল ৩টায় মূল অনুষ্ঠান শুরু হবে বলে আগেই ঘোষণা দিয়েছেন আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট।
মিছিলে অংশ নেওয়া জনতা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হন।
আরও পড়ুন: ফ্যাসিস্টের মুখাবয়ব পোড়ানোয় জড়িতদের আইনের আওতায় আনা হবে: ফারুকী
২৩৭ দিন আগে