আলামত চুরি
আদালতের মালখানার আলামত চুরির ঘটনায় আটক ৫
নাটোর আদালতের মালখানার তালা ভেঙে ৬১ লাখ ৩৯ হাজার টাকা, ১৬ ভরি সোনা ও ১৯ ভরি রুপা চুরির ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কোর্ট পুলিশের কর্মকর্তারা ও পুলিশ সুপার আমজাদ হোসেন ঘটনাস্থলে যান।
এদিকে শুক্রবার রাতেই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নাটোর থানায় মামলাটি দায়ের করেন কোর্ট পুলিশ পরিদর্শক কামাল হোসেন।
এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদে পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ৩০০টি আলামতের মধ্যে কিছু আলামত উদ্ধার করা হয়।’
‘এছাড়া খুব শিগগিরিই বিভিন্ন মামলার বাকি আলামত (যার সবগুলো নগদ টাকা ও অলংকার) উদ্ধারসহ চুরির তথ্য সামনে আনা সম্ভব হবে,’ বলেন ওসি।
আরও পড়ুন: আদালতের মালখানার তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি, ৩ জন হেফাজতে
বৃহস্পতিবার পুলিশ সুপার আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেছিলেন, এর আগে এ ঘটনায় তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি। রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোর চক্র কোর্ট পুলিশ দপ্তরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মালখানার তালা ভেঙে আলামত হিসাবে সংরক্ষণ করা বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে পালিয়ে যায়।
এর আগে তারা সিসি ক্যামের ভিআরসহ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ’ঘটনা তদন্তে সিআইডি ও সিবিআই সদস্যরা কাজ করছে বলে জানিয়েছেন মাহাবুর।
২৩৭ দিন আগে