লাটাহাম্বারের ধাক্কা
চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাটাহাম্বার গাড়ির ধাক্কায় মো. ইমরান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।
নিহত মো. ইমরান (৩৫) আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের খন্দকার রফিকুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন।
আরও পড়ুন: কারখানার লিফট ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে মোটরসাইকেল করে শহরের দিকে যাচ্ছিলেন ইমরান। ছাগল ফার্ম এলাকার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বার তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি খালেদুর রহমান বলেন, ঘাতক লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইমরানের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত যানটি শনাক্তের চেষ্টা চলছে।
২৩৫ দিন আগে