বাঘের মোটিফ
দুর্বৃত্তের আগুনে পুড়ল চারুশিল্পী মানবেন্দ্রর বাড়ি
পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জ সদর উপজেলার গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গড়পাড়া বাজার এলাকায় অবস্থিত তার বাড়িতে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন মানবেন্দ্রর পরিবারের সদস্যরা। আগুনে তাদের একটি ঘর পুড়ে গেছে।
পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় ‘ফ্যাসিস্টের মুখ’ মোটিফ নির্মাণের অভিযোগ তুলে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি শিল্পীর। তবে ফ্যাসিস্টের মুখ নয়, বাঘের মোটিফ নির্মাণ করেছিলেন বলে দাবি করেছেন তিনি।
এ বিষয়ে মানবেন্দ্র বলেন, ‘পয়লা বৈশাখের দুই দিন আগে থেকেই আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রটানো হয়। সেখানে বলা হচ্ছিল, পতিত সরকার শেখ হাসিনার মুখাকৃতি বানাচ্ছি আমি এবং এটা আমি বানিয়ে অন্যায় করেছি।’
‘আমার নাম, ঠিকানা ব্যবহার করে বিভিন্ন (ফেসবুক) আইডি থেকে ওভাবে অপপ্রচার করা হয়েছে। সেখানে নেটিজেনরা বিরূপ মন্তব্য করেছেন।’
আরও পড়ুন: বরগুনায় মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ২০
তিনি বলেন, ‘আসলে এই ঘটনা সত্য নয়। আমি শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করিনি; বরঞ্চ একটি বাঘের অবয়ব তৈরি করেছি আমি। আমার সঙ্গে চক্রান্ত করে এমনটা করা হয়েছে।’
এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়।
অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন।
জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘ঘটনার অনুসন্ধানে পুলিশ ও সিআইডির চৌকস টিম কাজ করছে। আমরা আশাবাদী, দ্রুত ঘটনা অনুসন্ধান করে অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে জানতে পারব। কারণ জানার পর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
২৩৩ দিন আগে