চারদিন
কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
চারদিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সোমবার চারদিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’
এ সফর চলাকালে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
২২৮ দিন আগে