আউগসবুর্গ
বায়ার্নের শিরোপা জয়ের অপেক্ষা বাড়িয়ে দিল লেভারকুজেন
বুন্দেসলিগায় চলতি মৌসুমে ম্যাচ বাকি আছে আর তিনটি। এই সময়ে টেবিলের শীর্ষে আট পয়েন্টের ব্যবধান নিয়ে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। নিজেদের ম্যাচটি জয় ও দ্বিতীয় স্থানে থাকা বায়ের লেভারকুজেন পয়েন্ট হারালে আজই চ্যাম্পিয়ন হয়ে যেত দলটি। কিন্তু জিতে বাভারিয়ানদের শিরোপা জয়ের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে শাবি আলোনসোর দল।
শনিবার (২৬ এপ্রিল) মাইন্সের বিপক্ষে ৩-০ গোলে জিতলেও এক মৌসুম পর ঘরের মাঠে শিরোপা উদযাপন-বঞ্চিত হয়েছে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে দলটির তিন গোলদাতা ছিলেন লেরয় জানে, মাইকেল অলিস ও এরিক ডায়ার।
এই জয়ে ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে বায়ার্ন। তবে তাদের কাছে এবার লিগ শিরোপা ছেড়ে দিতে হলেও শেষে এসে দলটিকে বাঁদর নাচ নাচাচ্ছে লেভারকুজেন।
আজ একই সময়ে ঘরের মাঠে আউগসবুর্গের বিপক্ষে খেলতে নেমেছিল গতবারের চ্যাম্পিয়নরা। ভালো রকমের চ্যালেঞ্জ জানালেও লেভারকুজেনের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি আউগসবুর্গ। হেরেছে ২-০ গোলে। ফলে বায়ার্নের সমান ৩১ ম্যাচে লেভারকুজেনের পয়েন্ট বেড়ে হয়েছে ৬৭। আর তাতেই হতাশ হতে হয়েছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের। কারণ কাগজে-কলমে এখনও লিগে টিকে রয়েছে শাবি আলোনসোর দল।
শিরোপা জয় একপ্রকার নিশ্চিত হয়ে গেলেও তাই আরও এক ম্যাচ অপেক্ষা করতে হবে কোম্পানির শিষ্যদের। আগামী ৩ মে লাইপসিগের মাঠে খেলতে যাবে বায়ার্ন। ওই ম্যাচে হার এড়ালেই এক মৌসুম পর ফের বুন্দেসলিগার শিরোপা স্পর্শ করার সুযোগ মিলবে জার্মানির সবচেয়ে সফলতম দলটির।
এর ফলে ক্লাব ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেতে চলেছেন বায়ার্নের ইংলিশ তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। এটি হতে চলেছে ১৬ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারে তার প্রথম দলীয় শিরোপা জয়।
টটেনহ্যাম হটস্পারের একাডেমিতে বেড়ে উঠে ২০০৯ সালে ক্লাবটির জার্সিতেই ক্যারিয়ার শুরু করেন ৩২ বছর বয়সী এই তারকা। এরপর বেশকিছু ব্যক্তিগত অর্জন হলেও ক্লাব হোক বা জাতীয় দল, দলীয় পর্যায়ে এখনও কোনো সাফল্যের দেখা পাননি তিনি।
টটেনহ্যামের প্রতি অনুগত থাকলেও ক্যারিয়ার শিরোপা-সমৃদ্ধ করতে ২০২৩ সালে ইংল্যান্ড ছেড়ে জার্মানিতে পাড়ি জমান তিনি। জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিলেও ২০২৩/২৪ মৌসুমে শিরোপা বঞ্চিত হন এই স্ট্রাইকার।
কেইন দলে ভেড়ার পর শাবি আলোনসোর অধীনে অভাবিতভাবে জ্বলে ওঠে বায়ের লেভারকুজেন এবং গত মৌসুমে ইতিহাস গড়ে ঘরোয়া সব শিরোপা পকেটে পুরে নেয় দলটি। ফলে দেশ, ক্লাব বদল করেও শিরোপা জয়ের স্বপ্ন আরও দীর্ঘায়িত হয় হ্যারি কেইনের।
তবে গত মৌসুমের ব্যর্থতা মুছে ফেলে চলতি মৌসুমে ফের স্বরূপে ফিরেছে বায়ার্ন মিউনিখ। নিজেদের সেরাটা উপহার দিয়ে চলেছেন কেইনও। আর সব ঠিক থাকলে আগামী শনিবারই হয়তো আরাধ্য শিরোপা ধরা দেবে তার হাতে।
২২৩ দিন আগে